জাতীয় পার্টিতে ফের মহা গ্যাঞ্জাম
২০ আগস্ট ২০২৩, ০৯:৫৭ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
জাতীয় পার্টিতে ফের মহাগাঞ্জাম শুরু হয়ে গেছে। জিএম কাদের জনগণের ভোটের অধিকার আদায়ের গরম বক্তৃতা দিয়ে বিজেপির আমন্ত্রণে দিল্লি সফরে গেছেন। আর রওশন এরশাদ গত শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে শেখ হাসিনার অধীনে নির্বাচনের থাকার কথা জানিয়েছেন। ফলে মরহুম এরশাদ প্রতিষ্ঠিত দলটিতে পুরনো ক্যাচাল শুরু হয়েছে। দেবর-ভাবির এই ক্যাচাল হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত গড়াবে।
দিল্লিতে কাদের : ভারতের রাজধানী দিল্লি গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। আগামী ২২ আগস্ট জিএম কাদের ঢাকায় ফিরবেন বলে জাতীয় পার্টির একাধিক নেতা জানিয়েছেন। তিন দিনের ভারত সফরে জিএম কাদেরের সঙ্গে তার সহধর্মিণী, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেরিফা কাদের এবং পার্টি চেয়ারম্যানের বিশেষ দূত ও দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলাও রয়েছেন। জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপিসহ দলের শীর্ষ নেতারা বিমানবন্দরে জিএম কাদেরকে বিদায় জানান।
জানা গেছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে জিএম কাদেরের এই দিল্লি সফর। সেখানে তিনি দেশের আগামী নির্বাচন ও জাতীয় পার্টির অবস্থান নিয়ে কথা বলতে পারেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে জিএম কাদেরের। এ ছাড়া ভারতের ক্ষমতাসীন বিজেপি গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
রওশন গ্রুপ : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ বলেছেন, জাতীয় পার্টি গণতন্ত্র বিশ্বাস করে এবং নির্বাচনমুখী দল। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি আগামী পার্লামেন্ট নির্বাচনে অংশ নেবে। গতকাল রোববার গুলশানস্থ দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রওশন এরশাদের সাক্ষাতকে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক উল্লেখ করে মসীহ্ বলেন, আমাদের মধ্যে কোনো দ্বিধা-বিভক্তি নেই। আছে নেতৃত্বের প্রাতিযোগিতা। একটি বৃহত্তর রাজনৈতিক দলে এটা থাকাই স্বাভাবিক। এ সময় সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় গণসংযোগ বাড়ানোর পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, জাতীয় পার্টি কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত একটি শক্তিশালী রাজনৈতিক দল। রাজপথে সংগ্রাম করেই আমরা এগিয়ে যাচ্ছি। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ, সাদ এরশাদ, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দুমকীতে বিএনপি অফিস ভাংচুর মামলায় ছাত্রলীগ নেতা আটক
তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে রাষ্ট্রসংস্কারে-আরিফুল ইসলাম বিলাত
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা কাজ করবে- অ্যাডিশনাল আইজি
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ, আবারও এগিয়ে মিলানোভিচ
ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার
পোপ ফ্রান্সিসকে বাইডেনের প্রেসিডেনশিয়াল মেডাল প্রদান
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত