তফসিল দুদকের-ব্যবস্থা নিচ্ছে আইডিআরএ
২৭ আগস্ট ২০২৩, ১০:১২ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
অপরাধ দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত। সেটি আমলে না নিয়ে সংস্থাটি অভিযোগ ‘প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ’র জন্য পাঠিয়ে দেয় অভিযোগ সংশ্লিষ্ট সংস্থার কাছেই। তাছাড়া এমন একটি সংস্থার কাছে ব্যবস্থা নেয়ার জন্য পাঠিয়ে দেয়া হয় যে সংস্থার অর্থ আত্মসাৎ, জাল-জালিয়াতির বিষয়ে ব্যবস্থা নেয়ার আইনগত কোনো এখতিয়ারই নেই।
প্রাপ্ত রেকর্ডপত্রে দেখা যায়, বীমা কোম্পানির উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার জাল-জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের একটি অভিযোগ জমা (কমিশনের ক্রমিক নং-৪৩,তারিখ-০৬/০৯/২০২৩) পড়ে। ১০ পৃষ্ঠার এই অভিযোগটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বরাবর পাঠিয়ে দেয়া হয়। দুদকের ‘দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল’র পরিচালক উত্তম কুমার মন্ডলের স্বাক্ষরে গতবছর ৮ নভেম্বর অভিযোগটি আইডিআরএ (স্মারক নং-০০.০১.০০০০.৫০৩.২৬.৪৩৭.২২.৪০৯৬১) পাঠানো হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া মোটরযান বীমা পলিসি করে ‘ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি’ নামক একটি প্রতিষ্ঠান থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন ওই প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিন। দুদক থেকে প্রাপ্ত চিঠি অনুসারে আইডিআরএ তিন সদস্যের কমিটি করে। এ কমিটি গতবছর ৪ এপ্রিল প্রতিবেদন দেয়। তদন্তে দেখা যায়, ২০২১ সালের ৫ আগস্ট ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ২টি বিলাসবহুল গাড়ির বীমা করে। গাড়ির ২টির মালিক কোম্পানিটির ২ কর্মকর্তার স্ত্রী। পরে পলিসি বাতিল করে প্রিমিয়ামের টাকা ফেরত দেয়া হয় গাড়ির মালিককে। অথচ যে ২ কর্মকর্তার স্ত্রীর নামে গাড়ির পলিসি করা হয়েছে বাস্তবে তাদের কোনো গাড়িই নেই। দুই কর্মকর্তার দরিদ্র স্ত্রীদ্বয়ের গাড়ি কেনার সামর্থও নেই। তারা সাধারণ গৃহিণী। তাদের নামে কেনা গাড়ির মধ্যে একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ির (নং- ঢাকা মেট্টো- মেট্টো-গ-২১-০৪৯৫। বীমার কাগজপত্রে এর মূল্য দেখানো হয়েছে ২ কোটি ১৩ লাখ টাকা। প্রিমিয়াম জমা দেখানো হয় (পলিসি নং-আইসিআই/সিসিবি/এমভি/পিভি/সিইআরটি-০০৪১/০৮/২০২১) ৫ লাখ ৬৮ হাজার ৭৭০ টাকা।
অন্য গাড়িটি ল্যান্ড রোভার রেঞ্জ (নং-ঢাকা মেট্রো-গ-২১-০৮১৪)। এটির মূল্য দেখানো হয় ২ কোটি ৫০ লাখ টাকা। প্রিমিয়াম পরিশোধ (পলিসি নম্বও আইসিআই/সিসিবি/এমভি/পিভি/সিইআরটি-০০৪২/০৮/২০২১) দেখানো হয় ৬ লাখ ৬৬ হাজার ৩০ টাকা। বিলাসবহুল গাড়ি দু’টির বীমা করার ৪ দিন পরে ৯ আগস্ট ২০২১ সালে ২জন মালিকই পলিসি বাতিল করে জমাকৃত প্রিমিয়ামের অর্থ ফেরত চান। কারণ হিসেবে তারা উল্লেখ করেন, গাড়ি ২টি ব্যাংক থেকে ঋণ নিয়ে কেনা হয়েছে। মোটর সার্টিফিকেট ইস্যুর আগেই ব্যাংক থেকে অন্য বীমা কোম্পানিতে পলিসি করা ছিলো। এ কারণে তারা পলিসি বাতিল ও প্রিমিয়ামের টাকা ফেরত চান। প্রিমিয়ামের অর্থ টাকা ফেরত চওয়ার পরদিনই ২০২১ সালের ১০ আগস্ট একটি নোটে ১২ লাখ ৩৬ হাজার টাকা ফেরত প্রদানের অনুমোদন দেয়া হয়। ওই নোটে স্বাক্ষর করেন কোম্পানির মুখ্য নির্বাহী মীর নাজিম উদ্দিন, উপ-ব্যবস্থাপনক অবলিখন শাহজাদী বেগম, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (অবলিখন), মু. আবু সাইদ ভুইয়া, উপ-ব্যবস্থাপক (হিসাব বিভাগ)।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাড়ি দু’টির রেজিস্টেশন নাম্বার, গাড়ির নামে ঋণ নেয়ার সংশ্লিষ্ট নথিপত্র এমনকি ২টি পলিসি পূণ:বীমা করা সীল-স্বাক্ষর জাল। অভিনব এ কৌশলে প্রিমিয়ামের টাকা ফেরত নেয়ার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে ১২ লাখ ৩৬ হাজার টাকা। আর জালিয়াতি সংঘটিত হয় কাম্পানির খোদ মুখ্য নির্বাহী মীর নাজিম উদ্দিনের হাত দিয়ে। অপর দুই কর্মকর্তা শহীদুল আহসান ও মু. অলিউর রহমান তাকে সহযোগিতা করেন। জালিয়াতি ও আত্মসাতের বিষয়টি প্রমাণিত হলেও মীর নাজিম উদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা করেনি আইডিআর। কারণ মামলা করার কোনো এখতিয়ার নেই সংস্থাটির। এ প্রেক্ষাপটে মাত্র ৫০ হাজার টাকা জরিমানা করে দায়মুক্তি দেয়া হয় মীর নাজিমকে। এখন প্রশ্ন উঠেছে-দুদকের তফসিলভুক্ত অপরাধের বিষয়ে আইডিআরএ ব্যবস্থা নিয়েছে কোন্ আইনে ? এই এখতিয়ার সংস্থাটিকে দিয়েছে কে ? ব্যবস্থা না নিয়ে অন্য সংস্থার ওপর বন্দুক রেখে অপরাধীকে প্রকারন্তে দায়মুক্তি দেয়ার এখতিয়ারই বা দুদককে কে দিয়েছে ? এটি কি তফসিলভুক্ত অপরাধ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তার অজ্ঞতা নাকি দায়মুক্তি প্রদানের কৌশল ?
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
মেট্রোরেল লাইনের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
চলতি বছর দেশে স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে ৬২ বার
সচিবালয়ের পুড়ে যাওয়া ভবন ব্যবহার উপযোগী করা সম্ভব : ইডেন গণপূর্ত বিভাগ
বড় রানে শুরু বিপিএল
ফেনীতে বিএনপি নেতা মজনুর ১০ হাজার কম্বল বিতরণ
পরিস্থিতি শান্ত হলে করিডোর খুলে দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
তালতলীতে ওসির বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ট্রাক ছেড়ে দেয়ার অভিযোগ
দৌলতপুরে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মির্জাপুরে শীতার্তদের ঘুম থেকে জেগে তুলে ইউএনও’র কম্বল বিতরণ
গাজীপুরে কারখানার ওয়েস্টেজ নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ গুলি আহত ৫
এবার ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করলো বিএফআইইউ
মিথ্যা সাজা খেটেও দেশ থেকে পালায়নি বেগম জিয়া: এবিএম মোশাররফ হোসেন
জুলাই বিপ্লবের ‘ঘোষণাপত্র’ ঘিরে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা
ফরিদপুর সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
৮ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন, বাদ পড়লেন আরও ১৬৮ জন
বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
বর্ষসেরার লড়াইয়ে হেডের সঙ্গে রুট-ব্রুক ও বুমরাহ
নরসিংদী আদালত প্রাঙ্গনে হত্যা মামলার আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস.আই আহত
রমজানে নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকবে : বাণিজ্য উপদেষ্টা