বরিশাল সেক্টরে বিমানে বারবার সময়সূচি পরিবর্তনে যাত্রী হ্র্রাস
২৭ আগস্ট ২০২৩, ১০:৫১ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বরিশাল সেক্টরে আবার রাষ্ট্রীয় বিমান ফ্লাইট বন্ধের আয়োজন শুরু করেছে কর্তৃপক্ষ। এ অভিযোগ সাধারণ যাত্রীসহ ওয়াকিবহাল মহলের। যাত্রীদের চাহিদা অনুযায়ী গত ৯ মার্চ থেকে গত বৃহস্পতিবার বিকেল ৫.৪৫টায় এবং শুক্র ও রোববার সকাল সাড়ে ৯টায় নতুন সময়সূচি কার্যকর করেছিল বিমান।
কিন্তু কয়েক মাসের ব্যবধানেই যাত্রীবান্ধব এ সময়সূচিতে পুনরায় পরিবর্তন এনে যাত্রীদের অনিহা বৃদ্ধি করল বিমান কর্তৃপক্ষ। গত ৫ আগস্ট থেকে কার্যকর নতুন সময়সূচিতে শুক্র ও রোববার ঢাকা থেকে সকাল সাড়ে ১০টা ও বরিশাল থেকে ১১.৪৫ টা এবং বৃহস্পতিবার ঢাকা থেকে দুপুর সাড়ে ৩টা ও বরিশাল থেকে বিকেল সাড়ে ৪টায় বিমান ফ্লাইট চলছে। নতুন এ সময়সূচি যাত্রীদের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি। ফলে ইতোমধ্যে বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমান-এ যাত্রী চলাচল অন্তত ২৫ ভাগ হ্রাস পেয়েছে। অথচ গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বরিশাল সেক্টরে যাত্রী চলাচলের হার ছিল গড়ে ৭০%-এ ওপরে।
এমনকি বিমানের বরিশাল সেলস অফিসে অভ্যন্তরীণ ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন রুটের টিকেট বিক্রি অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হলেও যাত্রীগণ কাঙ্খিত সেবা পাচ্ছেন না। জুলাই মাসেও বরিশাল সেলস অফিসে বিক্রির পরিমাণ ছিল প্রায় ৪৫ লাখ টাকা। কিন্তু এ সেলস অফিসের কাউন্টারের এসি বিকল গত এক বছরেরও বেশি সময় ধরে। কাউন্টারের টেলিফোনটিও প্রায়ই বিকল থাকছে। এমনকি একটি বিভাগীয় সদরে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থাটির সাইনবোর্ডের বাতিও জ্বলছে না দীর্ঘদিন ধরে। এসব অব্যবস্থার মধ্যেই গত ৬ মাসে বরিশাল বিমান অফিসে তিনজন জেলা ব্যবস্থাপক বদলি হয়েছেন।
অপরদিকে গত বছর পদ্মা সেতু চালুর খোড়া যুক্তিতে বরিশাল সেক্টরের নিয়মিত ফ্লাইট সপ্তাহে ৩ দিনে হ্রাস করার পরে তা আর পুনর্বহাল করা হয়নি। অথচ খোদ প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশেই ২০২১-এর ২৬ মার্চ স্বানিতার সুবর্ণজয়ন্তিতে বরিশাল সেক্টরে নিয়মিত ফ্লাইট চালু করেছিল বিমান। বিগত শীতকালীন সময়সূচীতে এ সেক্টরে সপ্তাহে ৬ দিন ফ্লাইট চলাচলের সিডিউল দেয়া হলেও পরে তা বাতিল করা হয়। এমনকি চলতি গ্রীষ্মকালীন সময়সূচীতেও বরিশাল সেক্টরে শনিবারের বাড়তি ফ্লাইটের তফসিল ঘোষণা করেও তা প্রত্যাহার করে ৩ দিনেই সীমাবদ্ধ রাখা হয়েছে। ফলে এ সেক্টরে সরকারি এয়ারলাইন্সে ভ্রমণে যাত্রীদের আগ্রহ বাড়ছে না। অথচ বেসরকারি একটি এয়ারলাইন্স প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। এমনকি বেসরকারি ঐ আকাশ পরিবহন সংস্থাটির উড়ানে নির্ধারিত ভাড়ার কয়েকগুনেও যাত্রী পরিবহন হলেও বিমান যাত্রী পায় না।
এভিয়েশন পর্যবেক্ষকদের মতে, বরিশাল সেক্টরে সপ্তাহে ৩টি ফ্লাইট থাকায় রাষ্ট্রীয় বিমান-এ ভ্রমণে যাত্রীদের ন্যূনতম কোনো আগ্রহ নেই। কারণ, ‘কেউই বিমান-এ ভ্রমণের জন্য ঢাকায় যাবার কথা নয়, ঢাকায় যাবার জন্যই বিমানকে ব্যবহার করার কথা। পাশাপশি প্রতিদিন বেসরকারি এয়ারলাইন্স বরিশাল সেক্টরে নিয়মিত চলাচল করায় সেখানে ভ্রমণেই যাত্রীদের নির্ভরতা বেশি’। উপরন্তু বিমান বারবার সময়সূচি বদল করায় যাত্রীরা বিরক্ত।
গত ৫ আগস্ট থেকেই ফ্লাইট সময়সূচী পরিবর্তন করে বরিশাল সেক্টরে রাষ্ট্রীয় এ আকাশ পরিবহন সংস্থাটি পাততারি গোটানোর পদক্ষেপ গ্রহণ করছে বলে অভিযোগ সুশীল সমাজসহ সাধারণ যাত্রীদের।
এ ব্যাপারে রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক বিক্রয় ও বিপনন-এর সাথে সেল ফোনে আলাপ করা হলে তিনি জানান, বরিশাল সেক্টরে যাত্রীবান্ধব সময়সূচি নির্ধারনের বিষয়টি তিনি দেখবেন। পাশাপাশি সেলস অফিসে যদি কোনো সমস্যা থাকে তা দুরিকরণেরও পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর