নানা কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট, যশোর, কক্সবাজার, রূপগঞ্জ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, পিরোজপুর ও নাটোর মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ
সিলেট ব্যুরো জানায়, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বলেছেন, আওয়ামী লীগ ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করে রেখেছে। জনগণের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, তাই তারা নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে চায় না। তিনি বলেন, আওয়ামী লীগকে আর সময় দেয়া যাবে না। দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। গতকাল শনিবার দুপুরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর রেজিস্ট্রারী মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
যশোর ব্যুরো জানায়, ঝিনাইদহের কালীগঞ্জে ও হরিণাকুন্ডু শহরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকালে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিরাট র্যালি বের হয়। র্যালিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবার রহমান, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু প্রমুখ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার বক্তব্য রাখেন।
কক্সবাজার ব্যুরো জানায়, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ র্যালী বের করা হয়। উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর নেতৃত্বে র্যালীতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল দুপুরে দাউদপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আয়োজনে দাউদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালাউদ্দিন সালু। দাউদপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেতা নাহিদ আকন্দের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা সেচ্ছাসেবকদলের সিনিয়ন যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক।
আরো উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়ন যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক সোহেল রানা প্রমুখ।
টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে বিএনপি। গতকাল শনিবার দুপুরে মির্জাপুর উপজেলার গোড়াইল রেলক্রসিং এর সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। এসময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপর শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রৌফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ প্রমুখ।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলা সদর আশিক সুপার মার্কেটে মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা মেম্বার।
নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, নিকলী উপজেলার বিএনপির আহবায়ক অ্যাড. বদরুল মোমেন মিঠু বিলেন, আমাদের শান্তিপূর্ণ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ সারোয়ার জাহানের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত হয়। এক পর্যায়ে পুলিশ দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে। কিছুক্ষণ পরে পুলিশ চলে গেলে তারা রাস্তায়য় অবস্থান নেয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালের উপস্থিতিতে নেতা-কর্মীরা ফের একত্রিত হয় এবং দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তিতা শেষে র্যালী নিয়ে নতুন বাজার মসজিদ রোডে প্রবেশ করলে পুলিশ বাঁধা প্রদান করে। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, নাজিরপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজি ও তাওহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক প্রিন্সিপাল আলমগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
লালপুর ও গুরুদাসপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নেতাকর্মীরা। গত শুক্রবার সন্ধ্যায় ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্র দলের আয়োজনে ওয়ালিয়া পশ্চিম কারিগর পাড়া গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে প্রয়াত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম মোজাম্মেল হকের বাগান বাড়িতে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। চাপিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শামসুল হক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রনজু, বিশেষ অতিথি ছিলেন গুরুদাসপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ