সিরাজগঞ্জে মৎস্য চাষ প্রকল্পে ১০ হাজার পরিবারের ভাগ্য বদল
০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
সিরাজগঞ্জে নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের ৭৮৯টি পুকুরে মাছ চাষ করে স্বচ্ছলতা ফিরেছে ১০ হাজার ১৩৭টি পরিবারে। সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ এবং পাবনার ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলার দরিদ্র জনগোষ্ঠীরা ৬৬৮ হেক্টর পুকুর সম্মিলিতভাবে ইজারা নিয়ে মাছ চাষ করছেন। প্রতিবছর হেক্টর প্রতি গড়ে সাড়ে পাঁচ মেট্রিক টনেরও বেশি মাছ উৎপাদিত হচ্ছে। যার বাজারমূল্য প্রায় শত কোটি টাকা। সিরাজগঞ্জ ও পাবনা জেলার ৭০ ভাগ মাছের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলেও যাচ্ছে নিমগাছি সমাজভিত্তিক প্রকল্পের মাছ। রায়গঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, এ প্রকল্পে পাঙাস, কার্প, তেলাপিয়া, গুলশা, পাবদা, শিং, কৈ মাছের চাষ বেশি হয়। এটি দেশের একমাত্র সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্প। হ্যাচারিতে রয়েছে ৪৩টি পুকুর। যেখানে কার্প ও দেশিয় জাতের মাছের পোনা উৎপাদন করা হয়। নিমগাছি মৎস্য চাষ প্রকল্প (রাজস্ব) কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে হ্যাচারিতে প্রাকৃতিকভাবে মাছ (প্রজননক্ষম মাছ) উৎপাদন করা হয় ১৫ দশমিক ৪৫ মেট্রিক টন। যা ২০২১ সালে বেড়ে দাঁড়ায় ১৫ দশমিক ৫০ টন। এতে সরকার ওই বছরে হ্যাচারি থেকেই রাজস্ব পেয়েছে ৫০ লাখ ৭৪ হাজার টাকা। বর্তমানে প্রতিবছর ১৫ হাজার কেজি কৌলিতাত্ত্বিক গুণসম্পন্ন মাছ উৎপাদন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি হ্যাচারিতে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে। এছাড়া প্রকল্প এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর চাহিদা থাকায় কুঁচিয়ার পোনা ও শামুক-ঝিনুকের উৎপাদন কার্যক্রম চলমান। সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, স্বাধীনতার পর ৭৮৯ টি পুকুর নিয়ে নিমগাছি মৎস্য প্রকল্প হাতে নেয়া হয়। এসময় পুকুর গুলো মাছ চাষের উপযুক্ত ছিলো না। পুকুর জঙ্গলে ভরা ছিলো। জঙ্গল পরিস্কার করে মাছ চাষের উপযুক্ত করে গড়ে তুলে পুকুর পাড়ের মৎস্যজীবিদের নিয়ে সমিতির মাধ্যমে মাছ চাষের ব্যবস্থা করা হয়। শুরু থেকে এসব পুকুরের পাড়ে বসবাস কারী মৎস্যজীবিরা সুফল পেতে থাকে। তাদের ভাগ্যের পরিবর্তন হতে থাকে। পরবর্তিতে লাভজনক পুকুর গুলো গ্রামীণ ব্যাংকের কাছে ২৫ বছরের চুক্তিতে লিজ দেয়া হলে মৎস্যজীবিরা তাদের অধিকার হারায়। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পুকুর গুলো পুনরায় নিমগাছি মৎস্য প্রকল্পের হস্তান্তর করা হয়। ফলে পুকুর পাড়ের মৎস্যজীবিরা পুনরায় মাছ চাষে তাদের অধিকার ফিরে পায়। মাছ চাষ করে তারা শুধু লাভবানই হচ্ছেন না ভাগ্যের পরিবর্তন করছেন। ৭৮৯ টি পুকুর পাড় ১০ হাজারের অধিক মৎস্যজীবী পরিবারে প্রায় অর্ধলক্ষ পোষ্য রয়েছে। মৎস্য জীবীরা সতিতির মাধ্যমে মাছ চাষ করে লভ্যাংশ সমান ভাবে ভাগ করে নেন। রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, ১৯৮৩ সালে পুকুর গুলো গ্রামীণ ব্যাংকে লিজ দেয়া হয়। ২০১২ সালে চুক্তির মেয়াদ শেষ হলে পুকুর গুলো পুনরায় নিমগাছি মৎস্য প্রকল্পের কাছে হস্তান্তর করা হয়। বছর শেষে বিঘা প্রতি রাজস্ব প্রকল্পের মৎস্য সমিতি প্রদান করেন। এপুকুর গুলো থেকে নিমগাছি মৎস্য প্রকল্পের আয়ের কোন সুয়োগ নেই। আয়ের সমুদয় অর্থ মৎস্যজীবিরা সমান ভাগে ভাগ করে নেয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক