নারীদের কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি
১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:১২ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
১৭ দফার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত দুই দিনব্যাপী ‘জাতীয় এসআরএইচআর কনফারেন্স ও যুবসম্মেলন-২৩’ শেষ হয়েছে। ঘোষণায় নারীর অধিকার প্রতিষ্ঠায় কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি উল্লেখ করে এ বিষয়ে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন বিএনপিএস’র প্রকল্প ব্যাবস্থাপক সঞ্জয় মজুমদার। এ সময় বক্তব্য রাখেন, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান, ঢাকাস্থ আলিয়ঁস ফ্রাঁসেস-এর পরিচালক ফ্রাঁসোয়া গ্রেসজিন, বিএনপিএস’র নির্বাহী পরিচালক রোকেয়া কবীর এবং হিল ফ্লাওয়ার-এর নির্বাহী পরিচালক ডাঃ নিলো কুমার তঞ্চঙ্গা।
সংবাদ সম্মেলনে উত্তাপিত ঘোষণাপত্রে বলা হয়, সকল পর্যায়ের স্বাস্থ্যসেবাকেন্দ্রে যুব ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। প্রাথমিক বিদ্যালয়সহ সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে মাসিকবান্ধব টয়লেট স্থাপন ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে হবে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দিতে হবে। কৈশোর ও যুববান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মনোসামাজিক সেবার জন্য সেবাকেন্দ্রে বিশেষায়িত জনবল বা কাউন্সেলর নিয়োগ করতে হবে। প্রত্যন্ত এলাকাসমূহের বিদ্যালয়গুলোতে মেয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণের ব্যবস্থা করতে হবে। জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আরো বলা হয়, মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচিতে বয়ঃসন্ধিকাল, মাসিক, যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকার বিষয়ক সঠিক ও উপযোগী তথ্যের ঘাটতি দূর করতে হবে। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে বয়ঃসন্ধিকাল, মাসিকস্বাস্থ্য ব্যবস্থাপনা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে পাঠদান নিশ্চিত করতে হবে। মাসিকের সাথে হরমোন পরিবর্তন ও বিপাক প্রক্রিয়ার (মেটাবলিজম) সম্পর্ক এবং নারীর সার্বিক স্বাস্থ্যের অব্যবস্থাপনার প্রভাব বিষয়ে সকল বয়সের মানুষকে সচেতন ও পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করতে হবে। জলবায়ু পরিবর্তন ঝুকি মোকাবেলাসহ পরিবেশ সংরক্ষণে সরকারী-বেসরকারী সংস্থার সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
দুর্গম এলাকার ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানিয়ে ঘোষণাপত্রে বলা হয়, দুর্গম এলাকায় স্যাটেলাইট ক্লিনিক ও মোবাইল মেডিকেল টিমের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করতে হবে। এজন্য বিশেষায়িত বাজেট বরাদ্ধ রাখতে হবে। দুর্গম এলাকায় শিশুদের টিকা কার্যক্রমের পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য ও মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে সেবা পৌঁছে দিতে হবে। দুর্গম এলাকাসমূহে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বৃদ্ধি করতে হবে। কমিউনিটি ক্লিনিক থেকে উন্নত চিকিৎসার জন্য রেফারেল সিস্টেমে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রথাগত নেতাদের (কারবারি ও হেডম্যান) রেফার করার ক্ষমতা প্রদান করতে হবে।
‘যুব ও কিশোর কিশোরীদের জন্য নিশ্চিত হোক যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে শনিবার এই সম্মেলনের উদ্বোধন করেন শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী। সম্মেলনে কৈশোর ও যুববান্ধব স্বাস্থ্যসেবা, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা, স্কুলে কিশোরীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, নারীর প্রতি নিকটজনদের দ্বারা সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে উদ্যোগ এবং পানি ও জলবায়ু পরিবর্তন: পার্বত্য চট্টগ্রামের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক অধিবেশনে উন্নয়ন সহযোগী সংস্থা, গবেষণা সংস্থা, সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধি এবং পার্বত্য চট্টগ্রামের কিশোরী ক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত