রাজশাহীতে ব্যাংক থেকে গায়েব প্রবাসীর টাকা, জানে না গ্রাহক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম

ইস্টার্ন ব্যাংক রাজশাহী শাখার এক গ্রাহক বিদেশে থেকে ফিরে এসে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে পৌনে ৩ লাখ টাকা গায়েব হয়েছে। ব্যাংকের স্টেটমেন্ট তুলে দেখেন মোবাইল ব্যাংকিং বিকাশের ১০টি নম্বরে এসব টাকা পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে রাজশাহীতে, এজন্য সাইবার আদালতে মামলা করেছেন ইস্টার্ন ব্যাংক রাজশাহী শাখার গ্রাহক আতিকুর রহমান। তিনি একটি ইনস্যুরেন্স কোম্পানির শাখাপ্রধান। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে মামলা করেছেন। তার পক্ষে আদালতে মামলা দায়ের করেন আইনজীবী শাহীন আলম মাহমুদ। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তথ্য তুলে ধরে বাদীর আইনজীবী বলেন, আতিকুর রহমান চলতি বছরের ১৫ আগস্ট ব্যক্তিগত কাজে ভারতে যান। ১৬ ও ১৭ আগস্ট তার ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নেওয়া হয়। ১৯ আগস্ট তিনি দেশে ফেরেন। ৩ সেপ্টেম্বর তিনি ব্যাংকে টাকা তুলতে যান। তখন ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তার হিসাবে পর্যাপ্ত টাকা নেই। এরপর ব্যাংক কর্তৃপক্ষ একটি স্টেটমেন্ট দেয়। সেখানে দেখা যায়, ১০টি বিকাশ নম্বরে টাকা সরিয়ে নেওয়া হয়েছে। তর হিসাব থেকে ২ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা তুলে নেওয়া হয়েছে।
মামলার আরজিতে বলা হয়, দেশের বাইরে যাওয়ার জন্য তিনি ব্যাংকে ডলার এনডোর্স করতে গিয়েছিলেন। সে কারণে তিনি যে ভারত যাচ্ছেন, তা ব্যাংকের অনেক কর্মকর্তাই জানতেন। আতিকুরের সন্দেহ, তার অনুপস্থিতিতে ব্যাংকের এক বা একাধিক কর্মকর্তা এই টাকা তুলে নিয়েছেন। টাকা তোলার বিষয়টি জানতে পারার পরদিন গত ৪ সেপ্টেম্বর তিনি নগরীর বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ প্রাথমিক তদন্তও করে। এরপর মঙ্গলবার আদালতে মামলা করলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) করে আগামী ২৫ অক্টোবর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তদন্ত কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য ইস্টার্ন ব্যাংকের রাজশাহী শাখাকে নির্দেশনাও দিয়েছে আদালত। আদালতের আদেশের এই অনুলিপি বাংলাদেশ ব্যাংকের রাজশাহীর নির্বাহী পরিচালক এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠাতে বলা হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ

কী ভাবে গুলিতে ঝাঁঝরা খালিস্তানি নেতা নিজ্জর সিং? প্রকাশ্যে ভয়ঙ্কর ফুটেজ
লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করলেন টিসিমিকাস
শঙ্কটে চেলসি: কোন পথে পোচেত্তিনোর ভবিষ্যত

এখনো থামেনি ‘জাওয়ান’ ঝড়, ২০ দিন শেষে আয় কত?
৫ হাজারী ক্লাবে মাহমুদউল্লাহ

ঢাবির বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি সভাপতি শারমিন, সম্পাদক সারোয়ার

বড়দিনে মুখোমুখি হচ্ছেন প্রভাস-শাহরুখ

কাতার প্রবাসী তিন বাংলাদেশী সউদীতে নিহত

বাংলাদেশেও ইতিহাস গড়ল শাহরুখের ‘জাওয়ান’

আজ গুগলের জন্মদিন

দেশ ৩ দিনের ছুটিতে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর : পররাষ্ট্রমন্ত্রী

রাজ-পরীর বিচ্ছেদ নিয়ে যে মন্তব্য করলেন সুনেরাহ

জায়েদ-সায়ন্তিকার কারণেই বন্ধ ‘ছায়াবাজ’র শুটিং!

সমুদ্রের তলায় মসজিদ, কোথায় নির্মিত হবে এই আশ্চর্য্য স্থাপত্য?

জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়ালো সরকার
তামিম প্রশ্নে যা বললেন মাশরাফি

একনজরে বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড

সংস্কৃতিকে সকলের নিকট সুগম করতে প্রযুক্তির বিশাল অবদান রয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী