ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
দেশেই আত্মগোপনে স্বাস্থ্য খাতের মাফিয়া মিঠু

দেশের সম্পদ বিক্রির পরিকল্পনা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৬ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম

দীর্ঘদিন থেকেই স্বাস্থ্য খাতের প্রধান সমস্যা অব্যবস্থাপনা ও কেনাকেটায় দুর্নীতি। বর্তমানে কিছুটা কমলেও এখনও দৌরাত্ম্য কমেনি বাংলাদেশ থেকে পালিয়ে আমেরিকায় অবস্থান করা স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার ও অর্থপাচারকারী মোতাজ্জেরুল ইসলাম মিঠুর। দুদককে ফাঁকি দিয়ে তিনি এখন দেশে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তার ৫০০ কোটি টাকার অবৈধ সম্পদ জব্দ হওয়ার পর, তিনি সেখান থেকে অস্ট্রেলিয়া হয়ে চলে আসেন নিজ দেশে। এবার তার লক্ষ্য দেশের সম্পদ বিক্রি করে দুবাই কিংবা মালেশিয়ায় অবৈধ ব্যবসার বিস্তার করা। এ জন্য তিনি তার নামে বেনামে থাকা দেশের সম্পদ বিক্রির চেষ্টা শুরু করেছেন। গোয়েন্দা সংস্থা সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে মিঠুর এক ঘনিষ্টজন দেশের এক শীর্ষ পর্যায়ে আসীন হওয়ার পর থেকেই স্বাস্থ্য খাতে তার তৎপরতা বেড়ে যায়। সেই ক্ষমতাবলেই দেশে আসতে সাহস করেন। দেশে এসে সিন্ডিকেট আরো চাঙ্গা করার চেষ্টা করছেন তিনি। বিভিন্ন্ স্থানে বিভিন্ন লোকের কাছে বলে বেড়াচ্ছেনÑ শীর্ষ পর্যায়ের ওই ব্যক্তি তার কেনা। তাই তার কিছুই হবে না। কেউ তার কিছুই করতে পারবে না। গোয়েন্দা সূত্র জানায়, খুব শিগগিরই মিঠু দুবাই যাচ্ছেন। সেখানে তার ঘনিষ্টজনদের সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক আলাপ সেরেছেন।

মিঠু স্বাস্থ্য খাতের একজন বিতর্কিত ঠিকাদার। দুর্নীতি আর প্রতারণায় গিনেজ বুকে স্থান পাওয়ার মতো অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্বাস্থ্য খাতে দুর্নীতি আর লুটপাটের বিষয়ে সবার আগে চলে আসে এই মিঠুর নাম। এতো অভিযোগের পরও ধরাছোঁয়ার বাইরে মিঠু। দুর্নীতি, লুটপাট, আর প্রতারণা যেন শিল্পে পরিণত করেছেন। মালামাল প্রদান না করেই বিল নেয়াসহ তার দুর্নীতির চিত্র জনসম্মুখে আসলে তিনি পালিয়ে যান আমেরিকায়। সেখানে বসেই স্বাস্থ্য খাতের কলকাঠি নাড়েন। স্বাস্থ্য খাতে দুর্নীতি রেকর্ড সৃষ্টিকারী এই মিঠুর কয়েক বছর আগেও কিছুই ছিল না। ঠিকাদারী শুরু করে রাতারাতি যেন আলাদীনের চেরাগ পেয়ে যান। কোনো কোনো প্রতিষ্ঠানে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে যন্ত্রপাতি সরবরাহ না করেই রাতারাতি আত্মসাত করেছেন কোটি কোটি টাকা। আর যে সকল প্রতিষ্ঠানে যন্ত্রপাতি দিয়ে বিল নিতে হয়েছে, সেখানে দিয়েছেন ভুয়া স্টিকার লাগানো বিদেশি নামিদামি ব্রান্ডের যন্ত্রপাতি। কখনও বা দিয়েছেন রিকন্ডিশন মেশিন। এভাবেই দিনের পর দিন চলছে মিঠুর লুটপাট, অর্থ আত্মসাৎ, জাল-জালিয়াতি। সরকারি হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে অর্থপাচারের সঙ্গে জড়িত মিঠু ও তার নিয়ন্ত্রণাধীন একটি চক্র।

আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, দুবাই এবং সুইস ব্যাংকসহ বিভিন্ন জায়গায় ২৫-৩০ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে মিঠুর। পানামা পেপারে বিদেশে অর্থপাচারের বিষয়ে মোতাজ্জেরুল ইসলাম মিঠু, তার ভাই মোকসেদুল ইসলাম এবং তার ভাগিনা বেনজির আহমেদের নামও প্রকাশিত হয়।

২০১৭ সালে দুর্নীতি দমন কমিশন স্বাস্থ্য খাতে দুর্নীতি প্রতিরোধের নিমিত্তে প্রাতিষ্ঠানিক টিম গঠন করে। মিঠু দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদ বিবরনী দাখিলের নোটিশ প্রাপ্তির পরেও সম্পদ বিবরণী দাখিল না করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ধারায় একটি মামলা বনানী (ডিএমপি) থানায় মামলা নং-১১ (১০ মে ২০১৬) রুজু করা হয়। কিন্তু এর পরে আর কিছুই হয়নি মিঠুর।

অনুসন্ধানে জানা গেছে, স্বাস্থ্য খাতের মিঠু চক্র ২০০৫ সাল হতে ২০১৯ সাল পর্যন্ত দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের কার্যাদেশ পান। তিনি কার্যাদেশ প্রাপ্ত হয়ে মালামাল সরবরাহ না করে সরকারি কয়েক হাজার কোটি টাকা তুলে আত্মসাতসহ অর্থ বিদেশে পাচার করে আত্মগোপন করেছেন।

ওই সময়ে লেক্সিকোন মার্চেন্ডাইজ এবং লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্রেট লিমিটেড নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য খাতে প্রায় ৯০ শতাংশ যন্ত্রপাতি সরবরাহ করে। এছাড়া লেংকিন মার্চেন্ডাইজ, সিআর মার্চেন্ডাইজ ও এলআর এভিয়েশন, জিইএফ অ্যান্ড ট্রেডিং, ট্রেড হাউস, মেহেরবা ইন্টারন্যাশনাল, ক্রিয়েটিভ ট্রেড, ফিউচার ট্রেড, লেক্সিকোন আইটি প্রা. লি., টেকনো ট্রেড, বিলিয়ার এভিয়েশন, সিএসই অ্যান্ড ট্রেডিং, হ্যাভ ইন্টারন্যাশনাল, লেসিকোন হসপিটালেট, নর্থ ট্রেড নামের ঠিকাদারি ফার্মের নামে এসব হাসপাতালে যন্ত্রপাতি সরবারহ করে। লেক্সিকোন মার্চেন্ডাইজ ঠিকাদার প্রতিষ্ঠানটি স্বাস্থ্য অধিদফতর ও বিভিন্ন হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা, অফিস সহকারীদের নিয়ে গড়ে তোলেন মিঠু।

মিঠুর নিউইয়র্ক, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেনে নিজের বাড়ি রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন শহরে নামে-বেনামে সম্পদ গড়েছেন। উত্তরা, গুলশান, বানানী ও রংপুরে রয়েছে তার বিলাসবহুল বাড়ি। ঢাকার কল্যাণপুরে রয়েছে ১৫৮৩ স্কয়ার ফুটের ফ্লাট, বনানী ডিওএইচএস ৫ কাঠা জমি ও ৫ তলা পুরাতন ইমারত, উত্তরা ৬ নং সেক্টরে ৫ দশমিক ২৫ কাঠা জমি ও ৪ তলা পুরাতন বাড়ি বনানীর ৬ নং রোডে ১৮২৫ বর্গফুট ফ্ল্যাট ও কমন সুবিধা। ৩৭২৫ বর্গফুট ফ্ল্যাট ও ২টি কার পার্কিং স্পেস। উত্তরায় একটি সেক্টরে ৩ কাঠা প্লট, আরেকটি সেক্টরের রোড নং- ২/সি ৩ কাঠা প্লট। বসুন্ধরা প্রকল্পে বাড্ডায় ৫ কাঠা এবং টঙ্গীর মাসিমপুর মৌজায় ৪৩ দশমিক ৬০ শতাংশ।
এছাড়া রংপুরের বিভিন্ন স্থানে নামে-বেনামে বহু সম্পদের মালিক তিনি।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, দেশে থাকা হাজার-হাজার কোটি টাকার সম্পদ বিক্রি করে দুবাই-মালয়েশিয়ায় পাড়ি দিতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। দেশের অর্থ-সম্পদ বিদেশে পাচার ঠেকাতে গোয়েন্দারা সক্রিয় হলেও নানা কৌশলে এই পরিকল্পনা বাস্তবায়ন করছেন মিঠু। এক্ষেত্রে তাকে দেশের শীর্ষস্থানীয় এক ব্যক্তি ও সরকারি কিছু অসাধু কর্মকর্তা সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে। দুর্নীতির দায়ে বিদেশে তার সম্পদ জব্দ হলেও দেশের মাটিতে নিরাপদ এই দুর্নীতিবাজ ব্যবসায়ী। বিভিন্ন সময়ে ইনকিলাবসহ দেশের গণমাধ্যমে তার আমলনামা প্রকাশ পেলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযোগ থাকার পরও দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে তদন্ত না করে বরং রহস্যজনক কারণে বরাবরই জামাই আদর পাচ্ছেন। এমন অভিযোগ বেশ পুরোনো।

এদিকে গত সপ্তাহে দেশে ফেরার পর নিজ এলাকা রংপুরে দেখা গেছে মিঠুকে। সেখানে নিজের সম্পদ বিক্রি করতে তৎপরতা চালাচ্ছেন তিনি। মিঠু দেশে থাকলেও ঢাকায় চলাচলের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করছেন। যুক্তরাষ্ট্রে তার সম্পদ জব্দ হওয়ার বিষয়টি গোপন রাখতে ও গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে চেষ্টা করছেন তিনি।
যুক্তরাষ্ট্রের একাধিক সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর দুর্নীতি বিরোধী অভিযানে তার ৫শ’ কোটি টাকার সম্পদ পাওয়া গেছে। নিউইয়র্কের ব্রংক্সে তার বিলাস বহুল অ্যাপার্টমেন্ট। মিঠুর ঘনিষ্ঠরা জানান, প্রায় ২ মিলিয়ন ডলার দিয়ে এই এপার্টমেন্ট ক্রয় করেছিলেন তিনি। যার বর্তমান মূল্য প্রায় ৪ মিলিয়ন ডলার। সেখানে হোটেল-মোটেলের ব্যবসায় জড়িত ছিলেন মিঠু। ‘আটলান্টায় মোটেল সিক্স’ নামে একটি বিলাসবহুল মোটেলের অন্যতম পরিচালক তিনি। অভিজাত এই মোটেলে ৭ মিলিয়ন ডলার দিয়ে পরিচালক হন তিনি। নিউইয়র্কের জ্যাকসন হাইটে রয়েছে বেশ কয়েকটি দোকান। এই দুটি দোকানের মূল্য এক মিলিয়ন ডলার। এছাড়া ম্যানহাটনে ১৫ মিলিয়ন ডলার মূল্যের তার একটি অফিস কক্ষ রয়েছে। এছাড়াও ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়ায় তার দুটি অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

 


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিস চালু করতে পর্যালোচনা সভা

বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিস চালু করতে পর্যালোচনা সভা

তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল, দাফন হলো বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে

তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল, দাফন হলো বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই