সমাজে বৈষম্য কমাতে ত্রিভুজ ক্ষমতার বলয় ভাঙার তাগিদ
৩১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
দেশ এগিয়েছে। মানুষের আয় বেড়েছে, কমেছে দারিদ্র্যের হার। কিন্তু সে হারে দেশের মধ্যে বৈষম্য কমেনি। এ বৈষম্য কমাতে হলে দুর্নীতি দমনের সঙ্গে রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের ত্রিভুজ ক্ষমতার বলয় সিন্ডিকেট ভাঙতে হবে বলে অভিমত অর্থনীতিবিদদের। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে। গোলটেবিল বৈঠকের আয়োজন করে দ্য বিজনেস আই। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও বিজনেস আই পত্রিকার সম্পাদক ফরিদা ইয়াসমিন এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ও সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সাবেক প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জমান, ড. জাহাঙ্গীর আলম, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান প্রমুখ।
অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বলতে সব নাগরিকের অর্থনৈতিক উন্নয়ন, কেউ পিছিয়ে থাকবে না। কিন্তু ’৭১ পরবর্তী আমাদের আয় বেড়েছে, দারিদ্র্য কমেছে, তবে বৈষম্য কমেনি। আমাদের এই বৈষম্য কমাতে হলে গ্রামে বিনিয়োগ করতে হবে, বিশেষ করে কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে।
তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বাড়াতে হবে। রাজনীতিবিদ, আমলা ও অসাধু ব্যবসায়ীর ত্রিভুজ ক্ষমতার বলয় ভাঙতে হবে। আমাদের শিক্ষা, কর্মক্ষেত্রে বৈষম্য কমাতে আরও পদক্ষেপ নিতে হবে। আর এসব করতে পারলে তবেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব। ড. কাজী খলিকুজ্জমান বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়নের এজেন্ডায় টেকসই বলতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। আমাদের উন্নয়ন হয়েছে আবার বৈষম্য বেড়েছে। এটা কমাতে হলে শুধু ক্যাশ টাকা দিলেই গরিবের উন্নয়ন হবে না, বৈষম্য কমবে না। এর সঙ্গে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, দক্ষ করতে হবে। একজন মানুষ একটা পণ্য উৎপাদন করছে, সে কীভাবে বিক্রি করবে সেটাও দেখাতে হবে। তিনি বলেন, আমাদের মূল্যবোধের বিরাট অবক্ষয় হয়েছে। আমরা আমি থেকে ‘আমরা’ হতে পারছি না। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। আমাদের এখানে দুষ্টুচক্র আছে। তাদের হাত অনেক লম্বা, তাদের দমন করতে হবে। তাদের কারণে বৈষম্য বাড়ছে। এখন মূল্যস্ফীতি বেড়েছে। এতে বৈষম্য বেড়ে পয়েন্ট পাঁচ-এ চলে এসেছে। আরও বাড়তো, তবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে কিছু পদক্ষেপ নেওয়ায় এটা খুব বেশি হতে পারেনি।
ড. শামসুল আলম বলেন, বৈষম্য কমাতে পারিনি দুর্নীতির কারণে। এই বৈষম্য কমাতে দুর্নীতি কমাতে হবে। একইভাবে ন্যায্যভাবে ট্যাক্স দিতে হবে। সরকার আগামীতে দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। আমাদের পরিকল্পনায় ছিল এ বিষয়ে, তবু আগামীতে সরকার আরও কঠোর হবে। ঋণ খেলাপি, বিল খেলাপি উভয়কেই ধরবে সরকার। আমি সরকারে এখন নেই, তবে আগামী আট-দশদিন পর যে সরকার আসবে সে সরকার অবশ্যই এ নীতির কঠোর প্রয়োগ করবে। সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, গত ৫০ বছরে যে উন্নয়ন হয়েছে তার সিংহভাগই হয়েছে ১৫ বছরে। এই দেড় যুগে দেশ অনেক এগিয়েছে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বললে আমি বলবো এটা হয়েছে। আমাদের পোশাক খাতের দুই কাঁচামালের একটি কটন বা তুলা, অপরটি প্রেট্রোকেমিক্যাল। এর মধ্যে মাত্র দুই শতাংশ তুলা আমাদের এখানে উৎপাদন হয়, বাকি ৯৮ শতাংশ আসে আমদানি থেকে। আর প্রেট্রোকেমিক্যাল শতভাগ আমদানি করা হয়। এর পরও আমরা কটনের পোশাক রফতানির ক্ষেত্রে বিশ্ববাজারে দুই নম্বরে, ডেনিম ও নিটওয়্যারে এক নম্বরে আছি আমরা। তিনি বলেন, আমাদের এখানে দক্ষ জনশক্তির অভাব আছে, তবে সেটা ধীরে ধীরে কমে আসছে। এখন বিজিএমইএ বিশ্ববিদ্যালয়সহ অন্য বিশ্ববিদ্যালয়ে দক্ষরা বেরিয়ে আসছেন। এতে আমাদের গ্যাপ পূরণ হচ্ছে। বিজিএমইএ বিশ্ববিদ্যালয় ঢাকার মতো চট্টগ্রামেও করা হবে, যেখানে দক্ষ জনশক্তি আসবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল