এসব নিছক দুর্ঘটনা নয়
০৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ২ দিন আগে ট্রেন এবং বিভিন্ন ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানায় সংস্থাটি।
কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি নিছক দুর্ঘটনা নয়। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটি ইচ্ছাকৃতভাবে ঘটানো নাশকতামূলক বলে ধারণা করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
একে দুর্ভাগ্যজনক উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন এ ঘটনায় মর্মাহত, উদ্বিগ্ন এবং আসন্ন নির্বাচনপ্রক্রিয়ার সময়ের ক্ষেত্রে অত্যন্ত আশঙ্কিত। যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কমিশন। সেই সঙ্গে আর যেন কোনো ধরণের নাশকতা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট বর্জনে বিএনপির ডাকা হরতালের আগে শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ কাঁচাবাজারের কাছে এলে আগুন দেখা যায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে। স্থানীয়রা দেখতে পান, ট্রেনের কয়েকটি বগি থেকে ধোঁয়া বেরোচ্ছে আর ভেতর থেকে ভেসে আসছিল যাত্রীদের আর্তনাদ। বাংলাদেশ রেলওয়ে ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যশোরের বেনাপোল থেকে ট্রেনটি ঢাকায় আসছিল। সায়েদাবাদ এলাকা অতিক্রম করার সময় ওই ট্রেনে আগুন দেয়া হয়।
পরে ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার ৯টা ৫ মিনিটে খবর পেয়ে তাদের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত পৌনে ১১টায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন জানান, আগুনে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুন ও নাশকতার ঘটনায় ৯ জনের মৃত্যু হলো। গত শুক্রবার দিবাগত রাতে হবিগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুরে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২
মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ
নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ
উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’
সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬
মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে
সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে
দাবানলে পুড়ছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি
‘অতিথি দেবতার মতো’, এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা
গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক
নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন
ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
ডিএমপির ১২ ডিসিকে বদলি
আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ
‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’
বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে
ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন
ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য পুড়ে ছাই হচ্ছে!
জালিয়াতির প্রশ্ন তুলে শিরোপা হারালেন মিস ইউনিভার্স