বাজারে ক্রেতা কম, অনেক দোকান বন্ধ
০৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ, সেজন্য এদিন ভোটের সাধারণ ছুটি। এর আগের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় একসঙ্গে তিনদিনের ছুটিতে পড়েছে দেশ। সব মিলিয়ে একটা ছুটির আমেজ পড়েছে।
আবার বিএনপির ডাকা হরতালের প্রথমদিন ছিল গতকাল শনিবার। এতে ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট। এর প্রভাব রাজধানীর বাজারগুলোতে। বাজারে ক্রেতা কমে গেছে। অনেক দোকান দেখা গেছে বন্ধ। বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরাও অনেকে ছুটিতে গ্রামে গেছেন। তাতে রাজধানীর অনেক বাজার, বিপণিবিতান ও দোকানপাট বন্ধ। কিছু দোকান খোলা থাকলেও ক্রেতা তেমন নেই। তাই বিক্রেতারা অলস সময় পার করছেন।
গতকাল রাজধানীর রামপুরা, মালিবাগ, সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে মুদিদোকানের অনেকগুলো খোলেনি। মাছ-গোশত ও ডিমের অনেক দোকানও বন্ধ। কিছু কিছু দোকান খোলা থাকলেও সরবরাহ ও চাহিদা খুবই কম।
এছাড়া রাজধানীর রাস্তাঘাট ফাঁকা থাকায় ফুটপাতের দোকানগুলোও বেশিরভাগ বসেনি। পাড়া-মহল্লায় ফেরি করে পণ্য বিক্রি করা মানুষের সংখ্যাও কম।
সেগুনবাগিচা বাজারে সবজি বিক্রেতা জামাল হোসেন বলেন, লোক নেই একদম। ফাঁকা বসে আছি। মাঝে মধ্যে দু-একজন ক্রেতা আসছেন। বেচা-বিক্রি খারাপ। তিনি বলেন, গত শুক্রবার কিছু বেচাকেনা হয়েছে, এদিন আরও কমেছে।
কাপ্তান বাজারের বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, অনেকে ভয়ে বের হচ্ছে না। কারণ রাস্তাঘাটে যানবাহনে আগুণ দিচ্ছে।
আবার অনেক মানুষ টানা ছুটি পেয়ে গ্রামে চলে গেছে। কেউ কেউ ভোট দিতে গেছে। মালিবাগে ‘মা ব্রয়লার হাউসে’র খালেক উদ্দিন বলেন, বাজারে ক্রেতা না থাকায় সকাল থেকে ছয় হাজার টাকার মুরগি বিক্রি করেছি। স্বাভাবিক সময়ে প্রতিদিন ২৫-০৩০ হাজার টাকার মুরগি বিক্রি হয়।
তিনি বলেন, খুব সকালে দোকান খুললেও ক্রেতার অভাবে তেমন বেচাকেনা হয়নি। দুপুর নাগাদও ক্রেতা হয়নি। আগামীকাল আরও ফাঁকা যাবে। বন্ধ রাখবো ভাবছি।
রাজধানীর ওই তিনটি বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছুটিতে যারা বাড়ি যাননি, তারাই মূলত দোকান খুলেছেন। যেসব দোকান বন্ধ তাদের অনেকে গ্রামে গেছে ভোটের জন্য। আবার অনেকে বিক্রি না থাকায় দোকান খুলছেন না।
পাইকারি বিক্রেতা আবু জাফর বলেন, ভোটে কি হয় সে নিয়ে অনেকের শঙ্কা। তাই যেন এ ছুটিতে বাড়ি থেকে বের হতে না হয়, সেজন্য আগে কেনাকাটা করে রেখেছে। অনেকে ভয়েও বাজারে আসছে না।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
নাঙ্গলকোটে দুর্ঘটনায় পৌর স্বাস্থ্য সহকারীর মৃত্যু
নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২
মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ
নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ
উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’
সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬
মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে
সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে
দাবানলে পুড়ছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি
‘অতিথি দেবতার মতো’, এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা
গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক
নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন
ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
ডিএমপির ১২ ডিসিকে বদলি
আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ
‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’
বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে
ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন
ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য পুড়ে ছাই হচ্ছে!