ছেলে-মেয়েকে বাঁচাতে গিয়ে খুন হন বৃদ্ধ বাবা
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকার আল আমিন আলমের ৮ বছর বয়সী ছেলে মো. আলহাজ। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের সময় অনন্দ উদযাপনের অংশ হিসেবে বাজি ফোটাচ্ছিল আলহাজ। এতে বিরক্ত হয়ে শিশু আলহাজকে চড়-থাপ্পড় মারেন প্রতিবেশী রবিউল। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শুরু হয় মারামারি। এসময় নিজের সন্তানদের বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন আল আমিন আলমের বাবা খলিল (৬৫)। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসাপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ২০২২ সালের ১১ ডিসেম্বর শেরেবাংলা নগর থানায় ৫ জনকে আসামি করে মামলা করেন নিহত খলিলের ছেলে আল আমিন আলম। তদন্ত শেষে গত ৩০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই আল মামুন। মামলার চার্জশিটে চারজনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে পৃথক চার্জশিট দাখিল করা হয়। অভিযুক্ত আসামিরা হলেন- মো. মিলন, রফিকুল ইসলাম রফিক, শফিকুল ইসলাম শফিক, মো. কাউসার ও মো. রবিউল।
মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করেছেন, ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের আনন্দ উদযাপনের জন্য বাদীর আট বছর বয়সী ছেলে আলহাজ বাসার সামনে বাজি ফোটাচ্ছিল। এতে বিরক্ত হয়ে আলহাজকে চড়-থাপ্পড় মারেন প্রতিবেশী রবিউল। এরপর বাদীর ছেলে কাঁদতে কাঁদতে বিষয়টি তার চাচা রহমানকে জানায়। রহমান বিষয়টির প্রতিবাদ করায় আসামি রবিউল হাতে থাকা বেলচা দিয়ে রহমানের মাথায় আঘাত করেন। ওইসময় বাদীর বোন শরুফা আক্তার পরানী তার ভাই রহমানকে রক্ষার চেষ্টা করলে আসামি মিলন, রফিকুল, শফিকুল ইসলাম, রবিউল ও কাউসার মিলে রহমান ও শরুফা আক্তার পরানীকে এলোপাতাড়ি মারতে থাকেন।
এসময় বাদীর বাবা মো. খলিল আসামিদের প্রতিহতের চেষ্টা করলে তারা তাকেও এলোপাতাড়ি মারপিট করেন। এতে খলিল আহত হন ও মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হৃদরোগ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২২ সালের ১১ ডিসেম্বর ভোর ৫টার দিকে মারা যান খলিল।
চার্জশিটে আরও বলা হয়, চিকিৎসা সনদপত্র এবং ভিকটিমের ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনাসহ ঘটনার পারিপার্শ্বিক অবস্থার আলোকে এটাই সত্য বলে প্রতীয়মান হয়েছে যে, আসামিদের এলোপাতাড়ি আঘাতে ভিকটিম খলিল অসুস্থ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযুক্ত আসামি রবিউল ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক ছিল বিধায় তার বিরুদ্ধে পৃথক চার্জশিট দাখিল করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই আল মামুন বলেন, এ মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় দোষীপত্র দেয়া হয়েছে। বাদীপক্ষ এবং আসামিপক্ষ সবাই একই এলাকার হওয়ায় সবাই সবার পরিচিত। অভিযুক্ত পাঁচ আসামিকেই গ্রেফতার করা হয়েছিল। তবে বর্তমানে তিনজন কারাগারে আছেন এবং দুইজন জামিনে রয়েছেন। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আর কোনো আসামির সম্পৃক্ততা পাওয়া যায়নি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
'ব্লু অরিজিন' রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন,শুভকামনা জানালেন ইলন মাস্ক
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু