ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১
ডিএনসিসি’র ল্যাব কার্যক্রম শুরুর বিষয়টি আলোচনায় রয়েছে

পুরনো পদ্ধতিতেই মশা নিধন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

 মশা নিধনে সহায়ক হিসেবে ল্যাব প্রতিষ্ঠার কথা জানিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই তথ্য জানানোর এক বছরেও তা বাস্তবায়ন করতে পারেনি তারা। মশার প্রজাতি নির্ধারণ করার জন্য নিজস্ব কোনও পরীক্ষাগার না থাকায় চুক্তির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ল্যাব ব্যবহার করছে ডিএনসিসি। চুক্তি অনুযায়ী জাবির ল্যাবে আধুনিক যন্ত্র ও অন্যান্য সহযোগিতা দেওয়ার কথা, তবে গত ৭ মাসে সে কথাও রাখা হয়ে ওঠেনি। ২০২৩ সালের জানুয়ারির শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেটের মায়ামি ডেইড কাউন্টি ঘুরে এসে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানান, এতদিন পর্যন্ত ভুল পদ্ধতিতে ঢাকার মশা নিধন করা হচ্ছিল। তাই সঠিক পদ্ধতি প্রয়োগে সচেতনতা বৃদ্ধি, ল্যাব প্রতিষ্ঠা, নতুন ধরনের কীটনাশকের ব্যবহারসহ ব্যবস্থাপনাগত নানা পরিবর্তন করা হবে। তবে বাস্তবে গত ১ বছর ধরে সেই পুরনো পদ্ধতিতেই মশা নিধনের চেষ্টা চালিয়ে আসছে ডিএনসিসি।
এর মাঝে শিশুদের ডেঙ্গুর বিষয়ে সচেতন করতে মায়ামির স্কুল শিশুদের একটি বই বাংলায় অনুবাদ করে ছাপানো হয়। বইটির নাম ‘মশার কামড় ক্ষতিকর’। প্রাথমিকভাবে ১ লাখ বই ছাপানো হয় বলে জানায় ডিএনসিসি কর্তৃপক্ষ। এগুলো বিভিন্ন স্কুলে বিতরণ করেন মেয়র আতিক। এছাড়া মাঠ পর্যায়ে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে লিফলেটও বিরতণ করা হয়। এতে যুক্ত করা হয় বিএনসিসি ও স্কাউট সদস্যদের। তবে তা বড় ধরনের পরিবর্তন আনতে পারেনি। বরং গত বছর ঢাকায় সর্বাধিক মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। জুলাই মাসব্যাপী আওয়াতাধীন এলাকায় ডেঙ্গু মশা নিধনে অভিযান চালায় ডিএনসিসি। অভিযানে কোথাও ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেলে ওই ভবন মালিককে জরিমানা করা হয়। মাসব্যাপী এই অভিযানে দুই কোটি টাকা আদায় করা হয়।
গত বছর মশা নিধনে ডিএনসিসির বড় উদ্যোগ ছিল নতুন ধরনের কীটনাশক ওষুধ ব্যাসিলাস থুরিনজেনসিস সেরোটাইপ ইসরায়েলেন্সিস’কে (বিটিআই) পরিচয় করিয়ে দেওয়া। সেখানেও বড় ধরনের সমালোচনার মুখে পড়ে ডিএনসিসি। পরিচিত কোম্পানির নাম জালিয়াতি করে পাঁচ টন ওষুধ আনে ঠিকাদার প্রতিষ্ঠান মার্শাল এগ্রোভেট। যার মূল্য ১ কোটি ৬৯ লাখ ২৫ হাজার টাকা। তবে ডিএনসিসির দাবি, জালিয়াতি প্রকাশ পাওয়ার পর এক টাকাও দেওয়া হয়নি অভিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠানকে। এই ঘটনার পর এই ওষুধ ব্যবহার বন্ধ করে দেয় ডিএনসিসি। তবে বিশেষজ্ঞদের পরামর্শ ছিল মশা নিধনে কীটতত্ত্ববিদের সম্পৃক্ততা, ল্যাব প্রতিষ্ঠা ও ডেঙ্গু মৌসুম শুরুর আগেই মাঠ পর্যায়ে কাজ বাড়ানোর।
গত বছরের ২৪ জুলাই মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গবেষণা কার্যক্রমে সহায়তার উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে সমঝোতা স্মারক সই করে ডিএনসিসি। ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ল্যাব ব্যবহারের জন্য এ সমঝোতা সই হয়। চুক্তি অনুযায়ী ডিএনসিসির পক্ষ থেকে জাবির ল্যাবে আধুনিক মাইক্রোস্কোপ, কম্পিউটার, একটি এসি ও ল্যাব সংস্কার করে দেওয়ার কথা। পাশাপাশি ডিএনসিসি থেকে দুই জন কর্মচারী ল্যাবের কাজে সহযোগী হিসেবে কাজ করবেন।
এ গবেষণার কাজে মূল দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার ও তার টিম। এছাড়া ভবিষ্যতে ডিএনসিসির সহায়তায় জাবিতে ইনস্টিটিউট অব ভেক্টর কন্ট্রোল রিসার্চ সেন্টার স্থাপনের আশ্বাস দেওয়া হয়। এই ল্যাবের কাজ হবে বিভিন্ন এলাকা থেকে মশার প্রজননস্থল খুঁজে বের করে সেখান থেকে পূর্ণাঙ্গ মশা ও মশার ডিম সংগ্রহ করে তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মশার প্রজাতি আলাদা করা। এবং সেই মশার ধরন বুঝে পরিমিত ওষুধ স্প্রে করে স্ব স্ব প্রজাতির মশা ধ্বংস করা।
এ বিষয়ে কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে আমাদের ল্যাবে কিছু বেসিক জিনিসপত্র দেওয়ার কথা ছিল। কিন্তু এগ্রিমেন্ট সই করার পর আর কিছুই এগোয়নি। ভেবেছিলাম ডিএনসিসি থেকে তিন জন লোক দিলে আমি প্রশিক্ষণ দেবো। এই তিন জন মাঠে ও ল্যাবে কাজ করবে। তাদের কাজের জন্য মাইক্রোস্কোপ লাগবে। একটা কম্পিউটার ও প্রিন্টারও দরকার। এছাড়া ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি যেহেতু মশার নানা পরীক্ষা-নিরীক্ষা হবে। সে জন্য এসি প্রয়োজন। যথাসময়ে ল্যাব প্রতিষ্ঠা হলে ডেঙ্গুর প্রস্তুতি মৌসুমের আগে থেকেই নেওয়া যেত জানিয়ে তিনি বলেন, ল্যাব প্রস্তুত থাকলে অনেক এগোনো যেত। প্রতি মাসে যে মৌসুমি মশার উৎপাদন বাড়ছে, তা কীভাবে বাড়ছে, কেন বাড়ছে এসব তথ্য পাওয়া যেত এবং তথ্যগুলো মশা নিয়ন্ত্রণে সহায়ক হতো।
গবেষক ড. কবিরুল বাশার বলেন, আমাদের ল্যাব থেকে যে ডাটা আসবে আমরা সেটা তাদের দেবো। তারা সেই ডাটা মশা নিয়ন্ত্রণে ব্যবহার করবে। তারা যদি ল্যাবে কাজ করে তাহলে সমন্বয় করে কাজ করবো। না এলেও সমস্যা নাই। একই ডাটার ওপর কাজ করবো আমরা সবাই।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, ল্যাবের বিষয়টি আমাদের মাথায় আছে। আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম নতুন এসেছেন। তিনি ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনায় বসেছেন।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ভারতে বসে হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে: মেজর হাফিজ
ধামরাইয়ে প্রাইভেটকারসহ ৪ অপহরণকারী জনতার হাতে আটক
নোয়াখালীতে বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সহায়তা পেল ৩৪ পরিবার
সমাজ কল্যান সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস প্রদান
নাটোরে বিএনসিসি মহাস্থান রেজিমেন্টাল ক্যাম্প শুরু
আরও

আরও পড়ুন

ভারতে বসে হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে: মেজর হাফিজ

ভারতে বসে হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে: মেজর হাফিজ

ধামরাইয়ে প্রাইভেটকারসহ ৪ অপহরণকারী জনতার হাতে আটক

ধামরাইয়ে প্রাইভেটকারসহ ৪ অপহরণকারী জনতার হাতে আটক

ঢাকাকে আবারও পরাজয়ে ভাসিয়ে জয়ে ফিরল বরিশাল

ঢাকাকে আবারও পরাজয়ে ভাসিয়ে জয়ে ফিরল বরিশাল

নোয়াখালীতে বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সহায়তা পেল ৩৪ পরিবার

নোয়াখালীতে বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সহায়তা পেল ৩৪ পরিবার

বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নার্গিস ফাখরি

বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নার্গিস ফাখরি

সমাজ কল্যান সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস প্রদান

সমাজ কল্যান সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস প্রদান

নাটোরে বিএনসিসি মহাস্থান রেজিমেন্টাল ক্যাম্প  শুরু

নাটোরে বিএনসিসি মহাস্থান রেজিমেন্টাল ক্যাম্প শুরু

নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিল

জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিল

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু

দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২

দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২

সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন

হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন

সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল

শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল

ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই:  ডা. শফিকুর রহমান

সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান

মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ

মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ