মাদরাসা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যানকে জমিয়াতুল মোদার্রেছীনের ফুলেল শুভেচ্ছা
০৫ এপ্রিল ২০২৪, ১২:৩৫ এএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৪, ১২:৩৫ এএম
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সংগঠনের সহকারী মহাসচিব প্রিন্সিপাল ড. মাওলানা নজরুল ইসলাম আল-মারুফ ও সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মো. ছাদেক হাসানের নেতৃত্বে দেশের মাদরাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের একটি প্রতিনিধিদল নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মতবিনিময়ে মিলিত হন।
এসময় চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীর বলেন, মাদরাসা শিক্ষা নৈতিকতার ধারক ও বাহক, এ শিক্ষা ধারাকে যুগোপযুগি করণে প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক। আপনাদের সহযোগিতা ছাড়া সরকারের একার পক্ষে মাদরাসা শিক্ষাকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। তিনি মাদরাসা শিক্ষাকে এগিয়ে নিতে জমিয়াতুল মোদার্রেছীনের সহযোগিতা কামনার পাশাপাশি উপস্থিত সকল নেতৃবৃন্দের নিকট দোয়া প্রার্থনা করেন।
প্রিন্সিপাল ড. মাওলানা নজরুল ইসলাম আল-মারুফ বলেন, জমিয়াতুল মোদার্রেছীন শিক্ষা মন্ত্রণালয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে যেমনিভাবে সর্বাত্মক সহযোগিতা করে আসছে, তদ্রুপ মাদরাসা শিক্ষা বোর্ডকেও প্রতিষ্ঠালগ্ন থেকে সহযোগিতা করে আসছে। ইদানিং ব্যাঙের ছাতার ন্যায় কতিপয় শিক্ষক সংগঠনের আবির্ভাব ঘটেছে বিগত ১০ বছর পূর্বে যার কোনই অস্তিত্ব ছিল না। তিনি এসকল টেবিল সর্বস্ব সংগঠন থেকে সতর্ক থাকার অনুরোধ জানান। পাশাপাশি স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ী মাদরাসাসমূহের মাদরাসা প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার আদায়ে নবনিযুক্ত চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান।
প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মো. ছাদেক হাসান বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সংক্ষিপ্ত ইতিহাস ও কর্মপরিধি তুলে ধরে বলেন, দেশের সিংহভাগ মাদরাসা শিক্ষক-কর্মচারী জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। শুধু মাদরাসা শিক্ষাই নয় বরং সামজিক, জাতীয় ও আন্তর্জাতিক সংকটে এ সংগঠন ব্যাপক ভূমিকা রেখে আসছে। সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন, শিক্ষকদের উপযুক্ত সম্মানের আসনে আসীন করা, শিক্ষার্থীদের যুগপোযুগি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করণে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, জমিয়াতুল মোদার্রেছীন কখনই স্বার্থান্বেষি আচরণ করেনি। সময়ের সাথে অন্যান্য শিক্ষা ব্যবস্থায় যেরূপ পরিবর্তন এসছে, সুযোগ সুবিধা ভোগ করেছে, অনুরূপ মাদরাসা শিক্ষা ধারায়ও যাতে বিদ্যমান থাকে সে ব্যাপারে আমরা সর্বদা সোচ্চার রয়েছি। তিনি নব নিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীরকে জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও মহাসচিবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন- দারুন্নাজাত সিদ্দিকীয়া কামলি মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা মো. মাহবুবুর রহমান, সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা খালিদ সাইফুল্লাহ, ঢাকা মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা শরীফ মো. আবু হানিফ, নারায়ণগঞ্জ জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলামা বোরহান উদ্দীন, নারায়ণঞ্জ মহানগর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শাহজাহান মিয়া, ঢাকা মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মো. হেলাল উদ্দীন, মাওলানা মো. মামুনুর রশিদ, মাওলানা আ ন ম মাহবুবুর রহমান, মাওলানা মো. মোস্তাফিজুর রহমান, মাওলানা মো. মানসুর প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ