গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ
২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। গতকাল শনিবার তারা গাজীপুর মহানগরী কলম্বিয়া এলাকায় আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে এ অবরোধ করেন। সকাল ১০টার দিকে এই অবরোধের ফলে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
একাধিক প্রাপ্ত তথ্যে জানা গেছে, গাজীপুরের মোগর খাল এলাকায় টি এন জেড গ্রুপের ৪ থেকে ৫টি পোশাক কারখানা আছে। এসব কারখানায় অন্তত ৪ হাজার শ্রমিক কাজ করেন। কারখানাগুলোতে এখনো গত আগস্ট মাসের বেতন বকেয়া আছে। এ নিয়ে কয়েক দিন ধরেই শ্রমিকেরা কর্মবিরতি পালন করে আসছেন। বেতনের দাবিতে ১৪ সেপ্টেম্বর কারখানার সামনে বিক্ষোভও করেছেন তারা। কিন্তু তারপরও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। এরই জেরে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, শ্রমিকেরা সকালে প্রথমে কারখানার সামনে জড়ো হন। সেখানে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। পরে মিছিল নিয়ে এসে নগরের কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তারা সড়কে সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেন। সাড়ে ১০টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। টি এন জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের কোনো মাসেই ঠিকমতো বেতন দেয় না। প্রতি মাসেই এমন আন্দোলন করে বেতন নিতে হয়। ১৪ তারিখ আন্দোলন করার পর কারখানা মালিক বলেছে, দু-এক দিনের মধ্যেই বেতন দিয়ে দিবে। কিন্তু এরপর আর কোনো খবর নেই। এখনো আমরা বেতন পাই নাই। ঘরভাড়া, খাওয়া খরচ নিয়ে খুব বেকায়দায় আছি। যার কারণে বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমে এসেছি।
কারখানার শ্রমিক শফিকুল ইসলাম বলেন, মাসের ২০ দিন চলে গেলেও কারখানা কর্তৃপক্ষ বেতন দিই-দিচ্ছি বলে টালবাহানা করে সময় পার করছে। বৃহস্পতিবার বেতন দেওয়ার কথা থাকলেও বেতন দেয়নি। এ কারণে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ১৯ সেপ্টেম্বর শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ বেতন দেয়নি। যে কারণে সকালে শ্রমিকেরা রাস্তায় নামেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতনের বিষয়টি সমাধান করার চেষ্টা করছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

স্ত্রী-ছেলেসহ রনজিত ৭৯ বিঘা জমি জব্দ, ১৩৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিরাপত্তা নিয়ে শঙ্কিত মার্কিন বিচারকরা

মাদক মামলায় নারীসহ একই পরিবারের ৩ পলাতক আসামি গ্রেফতার

এবার মার্কিন শিক্ষা বিভাগই তুলে দিতে যাচ্ছেন ট্রাম্প

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন নির্দেশনা জার্মানির

ঈদযাত্রায় রেলে বাড়বে কোচ

বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি সাত বছর কারাদণ্ড

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে : আমীর খসরু

শাহতলী পীর সাহেব মাওলানা আবুল বাশারের দাফন সম্পন্ন

ঐকমত্য কমিশনের ৪২ প্রস্তাবে একমত নয় এলডিপি

৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলে চূড়ান্ত অনুমোদন

পরিবেশগত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ-নেপাল

সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে জামায়াতের মত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ

জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

শেখ হাসিনা-জয়-পুতুল-রেহানাসহ ২০১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন

ধর্ষণের শিকার অভিযোগে শিশু-কিশোরীসহ ৫ জন ঢামেকে ভর্তি