হিন্দুত্ববাদী ইসকনের উগ্রতা চরম শিখরে পৌঁছেছে
০১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
হিন্দুত্ববাদ ইসকনের উগ্রতা চরম শিখরে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে আপোষ নয়, এখনই এদের রুখতে হবে। অন্যথায় বিপর্যয় সুনিশ্চিত। গতকাল শনিবার সিলেটে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সিলেটের হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুরিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. কমরুদ্দীন চৌধুরী ফুলতলী’র অবসর গ্রহণ উপলক্ষ্যে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী এ্যাডভোকেট মাওলানা মো. আব্দুর রকিবের সাভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত প্রিন্সিপাল মাওলানা মো. কমরুদ্দীন চৌধুরী বলেন, আমার মরহুম পিতা সাহেব কেবলা ফুলতলী (রহ.) এর নির্দেশক্রমে এই মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং আমি এর দায়ীত্বভার গ্রহণ করি। সেই থেকে এ পর্যন্ত ন্যায়-নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আর এই বিদায় ক্ষণে আমি আপনাদের নিকট দোয়া কামনা করছি যাতে মৃত্যুর পূর্ব পর্যন্ত মাদরাসার খেদমতে নিয়োজিত থাকতে পারি। তিনি আরো বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মরহুম সভাপতি মাওলানা এ এম মান্নান (রহ.) এর নেতৃত্বে মাদরাসা শিক্ষার সকল দাবি-দাওয়া আদায় হয়েছে। আজকে শিক্ষকগণ যে সম্মানের স্থানে অধিষ্ঠিত রয়েছেন তাঁর একমাত্র কৃতিত্ব জমিয়াতুল মোদার্রেছীনের। তিনি সকলকে জমিয়াতুল মোদারের্ছেীনের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জমিয়াত মহাসচিব বলেন, শিক্ষকতা এমন একটি পেশা যার কোন অবসর নেই। আমৃত্যু দায়িত্ব পালনের প্রত্যয় নিয়েই আমাদের যাত্র শুরু হয়। হয়তো ক্ষেত্র বিশেষ কর্মস্থল পরিবর্তন, শিক্ষা দানের পদ্ধতির ভিন্নতা দেখা দিলেও একজন শিক্ষক মৃত্যু ব্যাতীত কখনই স্থায়ীভাবে কর্ম বিরতী দিতে পারে না। শ্রেণি কক্ষে পাঠদান না হলেও সমাজ, রাষ্ট্র গঠনে বিনা সম্মানীতে শ্রম দিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। নিজেদের অভিজ্ঞতাসমূহ নতুনদের মাঝে বিলিয়ে দেয়ার মাধ্যমে নবীনদের প্রবীণ হওয়ার সুযোগ করে দেয়াও আমাদের দায়ীত্ব।
তিনি বলেন, মাওলানা মো. কমরুদ্দীন চৌধুরী ফুলতলী দেশের মাদরাসা শিক্ষাকে সমুন্নত রাখতে নিরলস প্রচেষ্টা করছেন। শুরুলগ্ন থেকেই তিনি জমিয়াতুল মোদার্রেছীনের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজ অঙ্গনে দায়িত্ব পালন করে গেছেন। মাদরাসা শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি তিনি তাঁর মরহুম পিতার আদর্শ আকড়ে ধরে অসমাপ্ত কাজসমূহ আঞ্জাম দিচ্ছেন। এজন্য জমিয়াতুল মোদার্রেছীনের পক্ষথেকে তাঁকে জানাই আন্তরিক ধন্যবাদ। তিনি বলেন আল্লামা ফুলতলী কেবলা (রহ.) যেদিন এই মাদরাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন সেদিন জমিয়াতুল মোদার্রেছীনের মরহুম সভাপতি আলহাজ্ব এম এ মান্নান (রহ.) এর সাথে আমিও উপস্থিত ছিলেন।
জমিয়াত মহাসচিব দেশে চলমান সংকটের কথা উল্লেখ করে বলেন, আমরা ধর্মীয় ও সাম্প্রদায়ীক সম্প্রীতিতে বিশ্বসী। কিন্তু কট্টর হিন্দুত্ববাদ ইসকনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ভিনদেশীরা আমাদের দেশকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। যার এ দেশের মানুষ কখনই মেনে নিবে না। জাতীয় একটি বিষয়কে ধর্মীয় ইস্যুতে রূপান্তর করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ইসকন। এবং এদের নেপথ্য নায়ক আমাদেরই প্রতিবেশী রাষ্ট্র ভারত। তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, প্রতেক্যটি স্বাধীন দেশের নিজস্ব কিছু আইন-কানুন, সংস্কৃতি, নীতিমালা থাকে, এক কথায় যাকে দেশের সার্বভৌমত্ব বলা হয়। আমার দেশের সেই সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করার অধিকার কারোর নেই। এটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যখনই কোন দেশ ভিন্ন কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে করে, তখনই দুদেশের মাঝে শত্রুতার রূপরেখা সৃষ্টি হয়। আমরা আশাকরি ভারত তাদের কর্তৃক গৃহীত সকল পরিকল্পনা থেকে সরে আসবে। এবং বাংলাদেশকে তার নিজ গতীতে চলার ব্যপারে সহযোগিতা করবে।
তিনি উগ্রতা ও বিশৃঙ্খলা ছড়ানো ইসকন থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি ঐক্যবদ্ধ জাতীকে কখনই পরাজিত করা সম্ভব নয়। তাই আসুন আমরা সকল শান্তিকামী মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃস্টানসহ আরো যত ধর্ম-গোত্রের মানুষ নিজেকে বাংলাদেশী হিসেবে পরিচয় দেই, সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে শান্তিপূর্ণ ভাবে এগিয়ে নিতে সহযোগিতা করি। একইসাথে সকল পারশক্তি, অপশক্তি, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে প্রতিহত করার ব্যপারে প্রতিজ্ঞাবদ্ধ হই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ আবু ছালেহ মো. কুতুবুল আলম, এছাড়াও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিষয়ে সহযোগি অধ্যাপক আহমদ হাসান সাহান ফুলতলী, জঘন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টার্ডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রইছ উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শহিদুল হক, মুফতি মাওলানা এ কে এম মনোওর আলী, ড. এ কে এম মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, কমান্ডার র্যাব-১৪ মোমান আহমদ, কবি কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, অধ্যক্ষ ড. মাওলানা মুঈনুল ইসলাম পারভেজ, অধ্যক্ষ মাওলানা সারওয়ারে জাহান প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক