সংস্কার নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই : আমীর খসরু
০১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার নিয়ে কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত ৩১ দফাও বাস্তবায়ন করবে। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যে ঐক্যে ফ্যাসিস্টদের বিতারিত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে। ধর্মের নামে যেসকল ঘটনা ঘটছে, সেগুলো আসল কি না দেখতে হবে। তিনি বলেন, ১৫ বছর যেসব দাবি ছিল না, এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা নামছে। এগুলো কারা করছে বুঝতে হবে। অন্তর্বর্তী সরকারের দ্বারা শান্তিপূর্ণ নির্বাচনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে।
এদিকে মহাখালীর ব্র্যাক সেন্টারে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) আয়োজিত বাংলাদেশ ২.০ সংস্কার প্রস্তাব শীর্ষক এক সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মেধাবী মানুষ যাতে নীতিমালা প্রণয়নে ভূমিকা রাখতে পারে তাই বিএনপি সংসদে উচ্চ কক্ষের প্রস্তাব দিয়েছে। যাতে করে মেধাবীরা এসব যায়গায় ভূমিকা রাখতে পারে। মেধাবীরা রাজনীতিতে যে স্ট্যান্ডার্ড তৈরি করতে পারবে সেটা সাধারণ রাজনৈতিকরা পারবে না।
তিনি বলেন, পার্লামেন্টের উচ্চ কক্ষে রাজনৈতিক দলগুলো যেন তাদের ব্যক্তিগত ঘনিষ্ঠ বা নিজ সুবিধার জন্য পরিবারের সদস্যদের পাঠাতে না পারে সেজন্যও দিক নির্দেশনা দেওয়া আছে। নির্বাচনের আগেই দলগুলোকে তাদের প্রতিনিধিদের তালিকা দিতে হবে যাদের তারা পার্লামেন্টের উচ্চ কক্ষে পাঠাবে। তাহলে জনগণ ভোট দেওয়ার সময় চিন্তা করবে এই দল উচ্চ কক্ষে এদেরকে পাঠাচ্ছে। পরবর্তীতে যাতে পরিবর্তন করতে না পারে। তাই জনগণের প্রতি যদি আস্থা অর্জন করে সরকার পরিচালনা করতে হয় তাহলে জনগণের আস্থার মাধ্যমে সরকার পরিচালনা করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, যে দেশে জুডিশিয়ারি প্রটেকশন থাকবে না, ইকোনোমিকাল সমান অধিকার থাকবে না সেদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না।
আমীর খসরু বলেন, পুরোপুরি সংস্কার সম্ভব না হলেও একটা দিক নির্দেশনা থাকতে হবে। যে হাসিনা পরবর্তী কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই। মোট কথা এখানে জাতীর যে মূল্যবোধ, তাতে কোনো পার্থক্য থাকা যাবে না। লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে প্রতিটি নাগরিকের রাজনীতি ও ইকোনমিতে সমানভাবে অ্যাক্সেস থাকতে হবে। যার মধ্যে যে সৃজনশীলতা, তা যেন সবাই করতে পারে এমন ব্যবস্থা থাকতে হবে। স্বাধীন দেশে সবাই যেন সব কিছু করতে পারে, ভোট দেওয়া থেকে শুরু করে সরকারকে জবাবদিহিতার মধ্যে আনতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রিফর্মের প্রথম ধাপ রাষ্ট্রের তিনটি যে প্রধান অঙ্গ আছে, তার মধ্যে প্রথমে নিশ্চিত করতে হবে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্ট। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারছি কিনা সংস্কারের মাধ্যমে। সংস্কার হতে হবে প্রতিটা নাগরিকের রাজনীতিতে, অর্থনীতিতে সমান অংশগ্রহণের ব্যবস্থা করতে পারছি কি না। মানুষের যেন প্রথম অধিকার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি জবাবদিহি সরকার তৈরি করতে পারে। ফ্যাসিস্ট হাসিনার তো কোনো জবাবদিহিতা ছিল না, জনগণের কাছে যেতে হয়নি।
তিনি আরও বলেন, আমার মনে হয় দেশের জনগণ ও নতুন প্রজন্মের মনে যে আকাক্সক্ষা জেগেছে তার বিপরীতে গিয়ে আগামীতে এদেশে কেউ রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দের কাছে পরামর্শ থাকবে, এখনই সময় সজাগ হওয়ার।
তিনি বলেন, বিএনপি যে ৩১ দফা দিয়েছে এটা কিন্তু দল একা বাস্তবায়ন করবে এমন না। বিএনপির সঙ্গে যে ৪২টি দল যুগপতের আন্দোলনে এক হয়েছিল তাদের সঙ্গে বহু পরামর্শ ও চুলচেরা বিশ্লেষণ করা হয়। তবে বিএনপি একটি পরিকল্পনা করেছে, জনগণের ভোটে যদি দল নির্বাচিত হয় তারপরও একা সরকার গঠন করবে না। যাদেরকে নিয়ে আমিরা ৩১ দফা করেছি আমরা সবাই মিলে এটি বাস্তবায়ন করবো। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আছে বলে আমি মনে করি না। বর্তমানে রাজনৈতিক স্টেটমেন্টগুলো দেখলে এটা বোঝা যায়।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত কয়েকদিনের প্রেক্ষাপটে একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন এসেছে। আমাদের পাশের দেশে যে ঘটনাগুলো ঘটছে তার প্রতিক্রিয়া কিন্তু বাংলাদেশের কেউ দেখাচ্ছে না। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশর ফ্যাসিস্টের প্রতি সমর্থন জানানোর কারণে বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে তাতে রাজনৈতিক ভাবে প্রতিক্রিয়া দেখালেও দেশের মানুষ ধর্মীয়ভাবে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। আর এই ধরনের বাংলাদেশই কিন্তু আমরা চেয়েছিলাম। তবে ভারতের মিডিয়াগুলোয় যেসব প্রচারণা চলছে, তাতে এক সময় মনে হয় ধৈর্যের বাধ ভেঙে যাবে। তবে প্রতিক্রিয়া না দেখানোয় বিষয়গুলো হালকা হয়ে যাচ্ছে।
এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ্জের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, গণঅধিকার পরিষদের রাশেদ খান প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক