ফরিদপুরে কৃষক দল নেতা লাঞ্ছিত
২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
ফরিদপুরের সালথায় মো. ইমরান শেখ (৩০) নামের এক কৃষকদল নেতাকে প্রকাশ্যে মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ইমরান শেখ সালথা উপজেলা কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলার গট্টি ইউনিয়নের ঝাঁনাখালী গ্রামের ইউনুস শেখের ছেলে।
এছাড়াও রাতের আঁধারে কৃষকদলের নেতাদের টাঙানো পোস্টার ছিঁড়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সালথা থানায় লিখিত অভিযোগের বরাত দিয়ে থানা পুলিশ ইনকিলাবকে বিষয়টি নিশ্চিত করছেন।
এর আগে শুক্রবার বিকালে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ইমরান শেখ নামের কৃষকদলের ওই নেতা। এর আগে একইদিন সকাল ১০টায় সালথার গট্টি ইউনিয়নের মাদরাসা গট্টি এলাকার একটি চায়ের দোকানে তাকে (ইমরান শেখকে) মারপিট ও লাঞ্ছিত করা হয়।
সালথা থানায় করা অভিযোগে ইমরান শেখ উল্লেখ করেন, সালথা উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক এবং আড়–য়াকান্দি গ্রামের মৃত হাসেম মাতুব্বরের ছেলে মুনসুর মাতুব্বর (৪০) ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক এবং বাগবাড়ী গট্টি গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে মহিউদ্দিন মাতুব্বর (৩৪) সহ অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জন তাকে এলোপাতাড়িভাবে মারপিট করার পাশাপাশি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করে। এছাড়া তাকে দেখে নেওয়ার হুমকি-ধামকি দেয়া হচ্ছে।
এ ব্যাপারে সালথা উপজেলা কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান শেখ আরো অভিযোগ করে ইনকিলাবকে বলেন, শ্রমিকলীগ নেতা মুনসুর মাতুব্বর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন মাতুব্বর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তাদের পদের ক্ষমতা দেখিয়ে তাকে বিভিন্ন সময় মারপিট করাসহ হুমকি-ধামকি দিতেন। এমনকি তাকে বাড়িতে বসবাস করতে দেননি তারা। সে তাদের ভয়ে পলাতক ছিলেন। এখন আওয়ামী লীগ পতনের পরও ভোল্ট পাল্টিয়ে নিজেদের বিএনপি নেতা দাবি করে তার ওপর নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ এ কৃষক দল নেতার।
ইমরান শেখ ইনকিলাবকে আরো বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরু মাতুব্বর ওরফে নুরু মেম্বারসহ তার লোকজন আমাদের হুমকি দিয়ে বলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এদেশের কি-ডা? কৃষকদল আবার কি! আওয়ামী লীগের সময়ও তোরা মাইর খাইছিস, বিএনপির সময়ও মাইর খাবি! এছাড়া ভয়ে সে বাড়ি থেকে বের হতে পাচ্ছেন না বলে দাবি ইমরানের।
তবে অভিযোগ অস্বীকার করে নুরু মাতুব্বর ইনকিলাবকে বলেন, এসব কথা ভিত্তিহীন। আমি এবং আমার লোকজন এমন কিছু বলেনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। যা মন চায় এরা তাই বলে।
এদিকে মারপিট ও লাঞ্ছিতের অভিযোগের ব্যাপারে সালথা উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মুনসুর মাতুব্বর বলেন, এরকম কোনো ঘটনা ঘটেনি। সবকিছু মিথ্যা ও সাজানো নাটক। এলাকাবাসী কেউ বলতেও পারবে না। তবে আমার বড় ভাই নুরু মাতুব্বর তাকে দিকনির্দেশনামূলক কিছু কথা বলেছেন। আর কিছু না।
অপরদিকে একই অভিযোগের ব্যাপারে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাতুব্বর বলেন, তার সাথে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা, মনোমালিন্য নেই। এটা গ্রামের রাজনীতি মাত্র। এরকম কোনো ঘটনাও তার সাথে ঘটেনি। সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
এ ব্যাপারে বক্তব্য জানতে কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আর রাতের আঁধারে কে বা কারা কৃষকদলের পোস্টার ছিঁড়েছে তা ওই এলাকার কেউ নির্দিষ্ট করে বলতে পারেনি। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার
কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা
টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত
খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
আনিসুল হকের আয়কর নথি জব্দ
সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি
অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি
ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত
গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা
উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন
ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল
সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার
পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত
ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত