সাতকানিয়ায় ছাত্র আন্দোলনে হামলা মামলায় নাম নেই অস্ত্রবাজ নেতাদের
৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম
চট্টগ্রামের সাতকানিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মিছিলে হামলা ও গুলিবর্ষণের সময় কেরানীহাটে উপস্থিত থেকে নিজেদের অনুসারীদের নেতৃত্ব দিয়েছিলেন স্থানীয় যুবলীগ নেতা ওচমান আলী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু ছালেহ শান। কিন্তু এই ঘটনায় হওয়া মামলায় তাদেরকে আসামি করা হয়নি।
গত শনিবার সাতকানিয়া থানায় ওই ঘটনায় মামলা দায়ের করেছেন উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে মো. সৈয়দুজ জামান। মামলায় প্রধান আসামি করা হয়েছে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে।
মামলায় নদভী ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়েরসহ ১৯৮ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি রয়েছে ২০০ থেকে ২৫০ জন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ আগস্ট দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা হয়ে কেরানীহাট গোলচত্বর এলাকায় পৌঁছায়। এ সময় মামলায় উল্লিখিত আসামিদের অর্থায়ন, নির্দেশনা ও প্ররোচনায় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালান। পরে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন। তারা চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেন এবং ১০ থেকে ১২টি গাড়ি ভাঙচুর করেন। এ হামলায় মামলার বাদী মো. সৈয়দুজ জামান, ইউসুফ, আবদুল আজিজসহ অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছিলেন।
তবে এ মামলায় আসামির তালিকায় অস্ত্রবাজদের নেতাদের নাম আসেনি। সাতকানিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের দিন সকাল থেকে কেরানীহাটে সমর্থকদের নিয়ে অবস্থান নেন উত্তর সাতকানিয়া শাখা সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ওচমান আলী ও উত্তর সাতকানিয়া শাখা সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ শান। ছাত্র-জনতার মিছিল প- করতে তারা সমর্থকদের তখন হামলা ও গুলিবর্ষণের নির্দেশনা দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ওইদিন ছাত্র-জনতার আন্দোলন দমাতে তাদেরকে তৎপর দেখা গেলেও ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের নাম নেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাতকানিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা।
অস্ত্রবাজদের নেতাদের কেন আসামি করা হয়নি জানতে বাদী মো. সৈয়দুজ জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলাটি তদন্ত করে আসামিদের গ্রেফতার করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সিংগাইরে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
বিস্ফোরক মামলায় নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী জব্বার মাস্টার গ্রেপ্তার
২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল রিজার্ভ
সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই
রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের
১৪৮ চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি
৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী কর্মী বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি
মোবাইলের ব্যাককভারে প্রিন্ট করা ছবি লাগানো প্রসঙ্গে
প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত
ফুলপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ পরিবহনকে জরিমানা
গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় উৎসবের আমেজ
সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল
গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ অবৈধ অভিবাসী আটক
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী
প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত