চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক ওষুধ পাচ্ছে না ৯৭ শতাংশ রোগী
৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মাত্র ৩ শতাংশ রোগী সঠিকভাবে ওষুধ পান এবং ১৪ দশমিক ৯ শতাংশ রোগীর পরীক্ষা-নিরীক্ষা হয়। ৯৭ শতাংশ রোগীকে বেসরকারি ফার্মেসি থেকে ওষুধ কিনতে হয় এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে সেবা নিতে হয়।
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীরা পাচ্ছেন না সরকারি ওষুধ। চিকিৎসকরা রোগ নির্ণয় করে অসহায় রোগীদের হাতে ব্যবস্থাপত্রে ওষুধ সংখ্যা উল্লেখ করে তুলে দিচ্ছেন। হাসপাতালের ওষুধ বিতরণ শাখা থেকে ওষুধ সংগ্রহ করে নেয়ার জন্য। এদিকে চিকিৎসকের ব্যবস্থাপত্রে উল্লেখিত চাহিদা মোতাবেক ওষুধ সরবরাহ না করেই কম ওষুধ দিয়ে রোগীদের ফিরিয়ে দিচ্ছেন ওষুধ বিতরণী কেন্দ্র থেকে। ফলে সরকারি ওষুধ না পেয়ে খালি হাতে ফিরে যেতে হচ্ছে রোগীদের।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, হাসপাতালে বর্হিবিভাগে কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা পত্রে যে পরিমাণ ওষুধ লিখে দেন তার পুরো ওষুধ না দিয়ে অর্ধেক ওষুধ ‘ওষুধ বিতরণী’ কক্ষ থেকে সরবরাহ করে রোগীদের বিদায় করে দেন। গত ২৯ ডিসেম্বর সকালে ইনকিলাব সরেজমিনে অনুসন্ধানে জানতে পারে নুসরাত নামের একজন রোগী গ্যাসের সমস্যা নিয়ে হাসপাতালের বর্হিবিভাগে গেলে কর্তব্যরত চিকিৎসক ১০টি ইসোরাল ট্যাবলেট ব্যবস্থাপেেত্র লিখে ওষুধ বিতরণী কক্ষ থেকে সংগ্রহ করে সেবন করতে পরামর্শ দেন। কিন্তু হাসপাতালের ওষুধ বিতরণী কক্ষ থেকে মাত্র ৫টি ট্যাবলেট দিয়ে চলে যেতে বলেন। রোগী ওষুধ বিতরণী কক্ষে দায়িত্বরত ব্যক্তিকে ১০টি ট্যাবলেট দিতে বললে ভিতর থেকে চিকিৎসকের ব্যবস্থাপত্র ফিরত দিয়ে ওষুধ রেখে দেন। ওষুধ ছাড়াই ফিরে যেতে হয়েছে ঐ রোগীর। বাধ্য হয়ে হাসপাতালের বাইরের ফার্মেসী থেকে ওষুধ কিনেন।
অটোচালক আওয়াল বলেন, দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, এখনও ওষুধ পাইনি ‘তিনজনকে ওষুধ দিয়েই কাউন্টার ছেড়ে চলে যায় ১৫ থেকে ২০ মিনিট পর আসে আবার ৩ থেকে ৪ জনকে ওষুধ দিয়ে চলে যায় এভাবে চলে ওষুধ দেয়া’। নাসিমা আক্তার নামের এক ভ্যানচালকের স্ত্রী বলেন, ‘টাকার অভাবে বাচ্চাকে কোলে করে নিয়ে প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে হাসপাতালে এসেছি সরকারি চিকিৎসা ও ওষুধ নিতে। কিন্তু চিকিৎসক ওষুধ লিখে দিয়েছেন, সরকারি সকল ওষুধ দেননি।
চান মিয়া নামের এক কৃষক বলেন, ‘চিকিৎসকরা পরীক্ষা করে যে ওষুধ লিখে দিয়েছেন। তার অর্ধেক সরকারি ওষুধ দিয়েছেন। আমি এসেছিলাম, ডাক্তার দেখিয়ে ফ্রি ওষুধ নিতে। কিন্তু পেলাম অর্ধেক, তাই অর্ধেক ওষুধ নিয়েই ফিরে যাচ্ছি।’
হাসপাতালের ফার্মেসী সহকারী মো. মঈন খানকে রোগীদের অর্ধেক ওষুধ দিয়ে বিদায় করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কখনো হয় না। রোগীদের যতই সুবিধা দেই না কেন? তাদের অভিযোগ থাকবেই।
ফার্মেসী ইনচার্জ মামুনুর উর রশিদের নিকট জানতে চাওয়া হয়েছিল, কর্তব্যরত চিকিৎসকরা গরীব রোগীদের চিকিৎসাপত্রে যে পরিমাণ ওষুধ লিখে দেন তার অর্ধেক ওষুুধ বিতরণ করেন। তবে বাকী অর্ধেক ওষুধ কোথায় যায়? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন ইনকিলাবকে জানান, বহুদিন ধরে বিষয়টি আমাদের নজরে আছে। এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ^স্ত করেছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই
রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের
১৪৮ চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি
৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী কর্মী বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি
মোবাইলের ব্যাককভারে প্রিন্ট করা ছবি লাগানো প্রসঙ্গে
প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত
ফুলপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ পরিবহনকে জরিমানা
গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় উৎসবের আমেজ
সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল
গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ অবৈধ অভিবাসী আটক
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী
প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ
টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত