এবি পার্টির চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনি বিতর্ক
০৯ জানুয়ারি ২০২৫, ১২:১৩ এএম | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:১৩ এএম
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে বিতর্কের আয়োজন করেছে দলটি। রাজধানীর বিজয় নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত হওয়ার জন্য তিনজন প্রার্থী অংশ নেন। এবি পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিতর্কে কেন প্রার্থী হয়েছেন, নির্বাচিত হলে কী করবেন, ফলাফল যা-ই হোক, মেনে নেবেন কি না-এসব প্রশ্নের জবাব দেন প্রার্থীরা। অনলাইনে সরাসরি সম্প্রচারিত এই বিতর্কে তিন প্রার্থী দলের অভ্যন্তরীণ নির্বাচনকে গণতন্ত্রের পথে অভিযাত্রা আখ্যা দিয়ে ভোটের পরিবেশে নিয়ে সন্তোষ জানান। প্রতিশ্রুতি দেন ঐক্য বজায় রাখার।
এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদ ইকবালের সঞ্চালনায় বিতর্কে অংশ নেয়া প্রার্থীরা হলেন দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান ও যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবি পার্টির প্রধান নির্বাচন কমিশনার ওয়ারেসুল করিম।
গত ২৭ ও ২৮ ডিসেম্বর এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের ২১ পদে ভোট গ্রহণ হয়। এতে প্রার্থী ছিলেন ৬০ জন। ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ হবে। দলের ২ হাজার ৭০০ জন কাউন্সিলর চেয়ারম্যান নির্বাচিত করবেন। বিতর্কে প্রার্থীরা কাউন্সিলরদের সামনে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা, অতীত অবদান এবং প্রার্থিতার যৌক্তিকতা তুলে ধরেন।
কেন সভাপতি হতে চান, এমন প্রশ্ন করা হয় তিন চেয়ারম্যান প্রার্থীর কাছে। জবাবে মজিবুর রহমান মঞ্জু বলেন, এবি পার্টির চার বছরে নানা তিক্ত অভিজ্ঞতা হয়েছে। দল গঠনের জন্য সুপরিচিত অনেকের কাছে গিয়েছি। তারা বলতেন, নতুন রাজনীতি দরকার। কিন্তু কেউ যোগ দেননি। সরকারের বাধা, গোয়েন্দা সংস্থার হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং (হয়রানি) ছিল। অনেকে যোগ দিয়েও হাত ছেড়ে দেন। সামনে আরও চ্যালেঞ্জ আসবে। এ কারণেই দলের তৃণমূলের নেতা-কর্মীদের অনুরোধে প্রার্থী হয়েছি।
এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই দলের আহ্বায়ক পদ ছেড়েছিলেন, যাতে নির্বাচন প্রভাবিত না হয়। তিনি বলেন, এবি পার্টি একক ব্যক্তির দল নয়। দেখতে চেয়েছি, পদত্যাগ করলে এবি পার্টি কেমন চলে। পদত্যাগের পর দেখলাম, ভালোই চলছে, কোনো সমস্যা নেই। একই প্রশ্নে দিদারুল আলম বলেন, রাজনীতিতে আমি নতুন হলেও ফ্যাসিস্ট শাসনামলে ১০ বছর জেল খেটেছি। রাজনীতিতে নতুন হলেও, পেশাগত অভিজ্ঞতায় অপর দুই প্রার্থীর চেয়ে আমি অভিজ্ঞ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
স্ত্রীসহ বগুড়ার সাবেক এমপি জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা
কালীগঞ্জে শহীদ এন্ড সন্সের বনভোজন যেন খেটে খাওয়া শ্রমিকদের মিলনমেলা
বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের
নোয়াখালীতে ডায়াবেটিক সমিতির কম্বল বিতরণ
পঞ্চগড়ে চলছে মাসব্যাপি তারুণ্যের উৎসব
নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন
রাতারাতি বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় : বাণিজ্য উপদেষ্টা
‘তারুণ্যের উৎসব’ জাতিকে ঐক্যবদ্ধ করার একটি ভালো উদ্যোগ
জাজিরা থানার ভেতরে মিলল ওসির ঝুলন্ত মরদেহ
বাসের লকারে থাকা অর্ধশতাধিক ছাগল আগুনের তাপে ঝলসে মারা গেল
মেয়ার্স ঝড়ে রংপুরকে বড় লক্ষ্য দিল বরিশাল
হাসিনার দুর্নীতি অনুসন্ধানে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত
মুজিবনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি
কুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার, সকল প্রস্তুতি সম্পন্ন
বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ
ভাসমান ডিপো স্থায়ীকরণ ও জ্বালানি তেল সরবরাহের দাবীতে মানববন্ধন
শরীয়তপুর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে
নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা
আশুলিয়ায় বাসা বাড়িতে অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
‘বরবাদ’ সিনেমার দ্বিতীয় অংশের শুটিংয়ে মুম্বাইয়ের পথে শাকিব