এবি পার্টির চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনি বিতর্ক
০৯ জানুয়ারি ২০২৫, ১২:১৩ এএম | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:১৩ এএম
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে বিতর্কের আয়োজন করেছে দলটি। রাজধানীর বিজয় নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত হওয়ার জন্য তিনজন প্রার্থী অংশ নেন। এবি পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিতর্কে কেন প্রার্থী হয়েছেন, নির্বাচিত হলে কী করবেন, ফলাফল যা-ই হোক, মেনে নেবেন কি না-এসব প্রশ্নের জবাব দেন প্রার্থীরা। অনলাইনে সরাসরি সম্প্রচারিত এই বিতর্কে তিন প্রার্থী দলের অভ্যন্তরীণ নির্বাচনকে গণতন্ত্রের পথে অভিযাত্রা আখ্যা দিয়ে ভোটের পরিবেশে নিয়ে সন্তোষ জানান। প্রতিশ্রুতি দেন ঐক্য বজায় রাখার।
এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদ ইকবালের সঞ্চালনায় বিতর্কে অংশ নেয়া প্রার্থীরা হলেন দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান ও যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবি পার্টির প্রধান নির্বাচন কমিশনার ওয়ারেসুল করিম।
গত ২৭ ও ২৮ ডিসেম্বর এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের ২১ পদে ভোট গ্রহণ হয়। এতে প্রার্থী ছিলেন ৬০ জন। ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ হবে। দলের ২ হাজার ৭০০ জন কাউন্সিলর চেয়ারম্যান নির্বাচিত করবেন। বিতর্কে প্রার্থীরা কাউন্সিলরদের সামনে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা, অতীত অবদান এবং প্রার্থিতার যৌক্তিকতা তুলে ধরেন।
কেন সভাপতি হতে চান, এমন প্রশ্ন করা হয় তিন চেয়ারম্যান প্রার্থীর কাছে। জবাবে মজিবুর রহমান মঞ্জু বলেন, এবি পার্টির চার বছরে নানা তিক্ত অভিজ্ঞতা হয়েছে। দল গঠনের জন্য সুপরিচিত অনেকের কাছে গিয়েছি। তারা বলতেন, নতুন রাজনীতি দরকার। কিন্তু কেউ যোগ দেননি। সরকারের বাধা, গোয়েন্দা সংস্থার হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং (হয়রানি) ছিল। অনেকে যোগ দিয়েও হাত ছেড়ে দেন। সামনে আরও চ্যালেঞ্জ আসবে। এ কারণেই দলের তৃণমূলের নেতা-কর্মীদের অনুরোধে প্রার্থী হয়েছি।
এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই দলের আহ্বায়ক পদ ছেড়েছিলেন, যাতে নির্বাচন প্রভাবিত না হয়। তিনি বলেন, এবি পার্টি একক ব্যক্তির দল নয়। দেখতে চেয়েছি, পদত্যাগ করলে এবি পার্টি কেমন চলে। পদত্যাগের পর দেখলাম, ভালোই চলছে, কোনো সমস্যা নেই। একই প্রশ্নে দিদারুল আলম বলেন, রাজনীতিতে আমি নতুন হলেও ফ্যাসিস্ট শাসনামলে ১০ বছর জেল খেটেছি। রাজনীতিতে নতুন হলেও, পেশাগত অভিজ্ঞতায় অপর দুই প্রার্থীর চেয়ে আমি অভিজ্ঞ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা
গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক
নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন
ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
ডিএমপির ১২ ডিসিকে বদলি
আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ
‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’
বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে
ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন
ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য পুড়ে ছাই হচ্ছে!
জালিয়াতির প্রশ্ন তুলে শিরোপা হারালেন মিস ইউনিভার্স
‘হাসিনা জানুয়ারিতে দেশে আসবেন দাবি সঠিক নয়’
বকশীবাজারে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়: মামলার বিচারক
বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে : আমিনুল হক
১০ ঘণ্টা অবরোধের পর বকশীবাজার ছাড়লেন শিক্ষার্থীরা
ভাঙারি দোকানে আদালতের নথির বস্তা
অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ, ৫০ ছাগল পুড়ে অঙ্গার
‘ভ্যাট বাড়ানোর’ পরিকল্পনা থেকে সরে না এলে রেস্তোরাঁ বন্ধের হুমকি
সুদহার বাড়ছে সঞ্চয়পত্রে
সুরমা নদীর তীরে জমে উঠেছে শীতকালীন সবজির হাট : প্রতিদিন প্রায় ১২ লক্ষ টাকার বেচাকেনা