ভুয়া তথ্য ছড়িয়ে আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি বাতিল
২০ এপ্রিল ২০২৫, ১২:২২ এএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ১২:২২ এএম

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি বাতিলের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেফতার যুবককে আদালতের নির্দেশে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সংস্থাটি। নগরীর খুলশী থানায় দায়ের হওয়া এক মামলায় গত বৃহস্পতিবার ওই যুবককে বগুড়া জেলার সদর উপজেলার ঠনঠনিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম বিষয়টি জানিয়েছেন।
জানা গেছে, গ্রেফতার আব্দুল্লাহ আল জুনায়েদের (২১) বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তবে সে বাবা-মায়ের সঙ্গে বগুড়ায় বসবাস করেন। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর ঢাকার উত্তরায় একটি বেসরকারি ইনস্টিটিউটে এভিয়েশন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিল। কিন্তু এক সেমিস্টার শেষ হওয়ার পর পড়ালেখা ছেড়ে দিয়ে বগুড়ায় চলে যায়।
জুনায়েদের বিরুদ্ধে গত ১৬ ফেব্রুয়ারি নগরীর খুলশী থানায় চট্টগ্রামের একটি সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্র মামলা করেন। এতে তার বিরুদ্ধে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে ক্ষতিসাধন, ডিজিটাল প্রতারণা, ভীতি প্রদর্শন ও হ্যাকিংয়ের অভিযোগ আনা হয়।
সিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলার বাদী ওই শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি উৎধশব ঋড়ৎ ধ ৎবধংড়হ’ নামে একটি ফেসবুক পেইজে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য দিয়ে পোস্ট করা হয়, যেখানে তাকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন যুক্তরাষ্ট্রের ওই কলেজ কর্তৃপক্ষ তার ভর্তি বাতিল করে। মামলায় অভিযোগ করা হয়, জুনায়েদ ওই শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত তথ্য ই-মেইল আইডি হ্যাক করার মাধ্যমে অথবা ল্যাপটপে বেআইনি প্রবেশের মাধ্যমে সংগ্রহ করে। একইভাবে তার ছবিও হাতিয়ে নেয়। এরপর তাকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট করে। পরবর্তীতে জুনায়েদ ওই ফেসবুক পোস্টেই শিক্ষার্থীকে তার সঙ্গে যোগাযোগের জন্য বলে, যাতে সে আর্থিকভাবে লাভবান হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনায়েদ ফেসবুক পেইজের মাধ্যমে আরো দুটি পোস্ট দিয়ে জানায়, তার কাছে ইংল্যান্ড-আমেরিকাসহ বিশ্বের বিভিন্নদেশে ভর্তির সুযোগ পাওয়া ৩০০ থেকে ৪০০ বাংলাদেশি শিক্ষার্থীর তথ্য আছে। প্রত্যেকের বিরুদ্ধে সে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ও সংশ্লিষ্ট দূতাবাসে অভিযোগ দেয়ার হুমকি দেয়। এসব পোস্টে সে ‘কারও প্রতি দয়া-মায়া দেখাবে না’, ‘বাংলাদেশকে কাঁদিয়ে ছাড়বে’- এ ধরনের মন্তব্যও করে।
কাউন্টার টেরোরিজম ইউনিটের সূত্র জানায়, খুলশী থানায় দায়ের হওয়া মামলা তদন্তে নেমে জুনায়েদের অবস্থান শনাক্ত করে তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার তাকে চট্টগ্রামে এনে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে জুনায়েদ কাউন্টার টেরোরিজম ইউনিটের হেফাজতে আছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

লক্ষ্মীপুরে পূর্ব শক্রতার জেরে বসতঘরে হামলা-ভাঙচুর, আহত ৪

হজযাত্রীদের ভোগান্তি লাঘবে থার্ড ক্যারিয়ার চালু করতে হবে হজ প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দ

খেলোয়ার গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে -স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী

মোদির 'ফলস ফ্লাগ নাটক' সুপার ফ্লপ: ব্যর্থ বৈশ্বিক সমর্থন আদায়ে

চীনের সঙ্গে লড়বে ভারত! দাপুটে সেনার ভূমিকায় সালমান!

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী গণজাগরণের বহিঃপ্রকাশ ঘটবে কাল হেফাজতে ইসলাম বাংলাদেশ

বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার

ভারতীয় মদসহ সিলেটে এক ব্যক্তিকে আটক করলো জৈন্তাপুর থানা পুলিশ

ছোট ভাইয়ের খুনি বড় ভাইকে ধরলো পুলিশ !

মতলবে দুটি পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় দুই শিক্ষার্থী মৃত্যু

শেরপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে এনসিপির বিক্ষোভ

কুষ্টিয়ার দৌলতপুরে ডেভিল হান্ট অপারেশনে ইউপি সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

কাল বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর ১০ম শাহাদতবার্ষিকী

বীমা খাতে ব্যতিক্রম কাজিম উদ্দিন, ন্যাশনাল লাইফের নানা অর্জন

ফিলিস্তিন সহ মুসলিম বিশে^র শান্তি কামনায় আখেরী মোনাজাতের মাধ্যমে বিশ্ব জাকের মঞ্জিলে ফাতেহা শরিফ সম্পন্ন

ইবিতে ইসরায়েলি বর্বরতার মর্মস্পর্শী চিত্র

দক্ষিণ সুদানে ত্রাণ সহায়তা দিল চীন

ঢাকার লেক ও নদী সচলে কাজ করতে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ভূমিকম্পে কেঁপে উঠল চিলি-আর্জেন্টিনা, সুনামির সতর্কতা জারি