এনসিপির শৃঙ্খলা কমিটির নিরপেক্ষ তদন্ত প্রশংসায় পঞ্চমূখ
২৩ এপ্রিল ২০২৫, ১২:৫৬ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৫৭ এএম

জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তরুণদের নেতৃত্বে গড়ে ওঠেছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)। নতুন রাজনৈতিক দল হিসেবে আর্বিভূত হওয়ার পর ক্ষমতার ব্যবহার শুরু করেন তরুণ-যুবকদের এই দলের কয়েকজন, শুরু হয় রাজনৈতিক প্রতিযোগিতা। তবে ছাত্র জনতার আশার বাতিঘর হিসেবে এই রাজনৈতিক প্লাটফর্মের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন ইউনিটের নেতার নামে একের পর এক অভিযোগের প্রশ্নের মুখোমুখি হচ্ছে দলটি। দখল, তদবির, সুপারিশ, সমঝোতাসহ পতিত আওয়ামী দোসরদের পূর্ণবাসনের মতো গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৯ এপ্রিল জাতীয় নাগরিক পার্টির তৃতীয় সাধারণ সভায় সংগঠনের সদস্যদের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তের জন্য ‘শৃঙ্খলা কমিটি’ গঠন করেছে।
দলের নেতা ও সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিরুদ্ধে দ্রত ব্যবস্থা নেয়ায় অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরাও তাদের প্রশংসা করেছেন। জনমনের পাল্স বুঝে দলের এমন সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে এসব ছাত্রনেতাদের মধ্যে থেকে জাতীয় নেতার অবয়ব দেখতে পাচ্ছেন অনেকে। একঝাক শিক্ষিত তরুণ ছাত্রদের দ্বারা গঠিত এই দলে রয়েছে নানা পেশা ও বাগ্ময়ী নেতার স্থান যা সাধারণ জনগণের মনে গতানুগতিক রাজনীতি চর্চার বাইরে ইতিবাচক রাজনীতি চর্চার স্বপ্ন দেখায়। তবে দলীয় ইমেজ ঠিক রেখে জনগণের মন জয় করার লক্ষ্য থাকলে দলের সদস্যদের নৈতিকতা যেমন থাকতে হবে তেমনি দলের মধ্যে কঠোর শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানান রাজনৈতিক বিশ্লেষকগণ। এনসিপির সদস্যদের দলীয় শৃঙ্খলা রক্ষার পাশাপাশি, যেকোনো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে প্রয়োজনে একটি নতুন শৃঙ্খলা কমিটি গঠন করে দলটি যেখানে প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন। কমিটির সদস্যরা হলেন- ডা. তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভূঁইয়া, অ্যাডভোকেট আলী নাছের খান, আকরাম হোসেন রাজ, আরমান হোসাইন, মো. আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান এবং সাইয়েদ জামিল। শৃঙ্খলা কমিটির সদস্যরা প্রথম তদন্ত করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ ও পাঠ্যপুস্তক ছাপানোয় কমিশন বাণিজ্যের অভিযুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। তদন্ত শেষে গত ২১ এপ্রিল তাকে দল থেকে অব্যহতি দেয়া হয়। একইসঙ্গে তাকে দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। গত সোমবার এনসিপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিপির পাঠানো চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে জানানো জাচ্ছে যে, গত ১১ মার্চ দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। এই বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা প্রদান করতে এবং আপনাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর জন্য দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব জনাব আখতার হোসেন নির্দেশ প্রদান করেছেন। সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে প্রদত্ত পূর্ববর্তী মৌখিক সতর্কতা অমান্যের প্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পূর্বপর্যন্ত গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিপির সকল দায়িত্ব ও কার্যক্রম থেকে আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে অব্যাহতি প্রদানের কথাও বলা হয়েছে চিঠিতে।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জেম হোসেনকেও অব্যাহতি দেওয়া হয়েছে। গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জানা যায়, তার নামেও তদবির, সুপারিশসহ নানা রকম অভিযোগ থাকলেও তবে কী কারণে মোয়াজ্জেমকে সরানো হলো সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মোয়াজ্জেম হোসেনের গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুরের দক্ষিণপাড়া গ্রামে। তার বাবার নাম মো. আজিজার মন্ডল ও মায়ের নাম আনোয়ারা বেগম। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ১৪ আগস্ট উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস নিয়োগ পেয়েছিলেন তিনি। এছাড়াও গত বছরের ২ অক্টোবর তুহিন ফারাবীকে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়। তাকেও স্বাস্থ্য উপদেষ্টার এপিএস পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। তাঁর নিয়োগের অফিস আদেশে বলা হয়েছিল, তুহিন ফারাবীর এ নিয়োগ হবে অস্থায়ী। উপদেষ্টা যত দিন এ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত থাকবেন, অথবা যত দিন তাঁকে এ পদে রাখার ইচ্ছা পোষণ করবেন, তত দিন তিনি এ পদে বহাল থাকবেন। তাঁকে নিয়েও মন্ত্রণালয়ে নানা ধরনের অভিযোগ উঠেছে। তুহিন ফারাবী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মেডিকেল দলের সদস্য।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ফাঁস হয়েছে শুটিং দৃশ্য, স্যোশাল মিডিয়ায় ভাইরাল 'তান্ডব'

উখিয়ায় হঠাৎ বেড়েছে খুনখারাবি: এপ্রিলে খুন ও অস্বাভাবিক মৃত্যু ১৫

গাজায় নতুন করে ৪ লাখ ২৩০০০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

গাজার যুদ্ধাহত দুই শিশু চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছেছে

যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত

রাজস্থানকে বিদায় করে শীর্ষে মুম্বাই

উত্তরায় হোটেলে অসামাজিক কার্যকলাপ, একাধিক তরুণী আটক

ইন্টারন্যাশনাল ইয়্যুথ প্রজেক্ট সাবমিশনে সেরা দশে শাবি শিক্ষার্থী মোফাজ্জল

দক্ষিণখানে সেনাবাহিনীর অভিযানে তাঁতী লীগ নেতা গ্রেফতার

হজ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

দিল্লিতে প্রবল ঝড়-বৃষ্টিতে ১২০ ফ্লাইট বিলম্বিত, নিহত ৪

কাশ্মীরে ইসলামপন্থী সন্ত্রাসী হামলা : ভ্যান্স

নড়াইলে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি চঞ্চল শাহারিয়ার মিম

আল-আকসায় আবারও অবৈধ ইসরাইলি বসতকারীদের হামলা

আ.লীগ ও তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতেই হবে : নাহিদ

ফিলিস্তিনে অস্ত্র সরবরাহের অভিযোগে ৪ জনকে ২০ বছরের জেল দিয়েছে জর্ডান

আইজিপি ব্যাজে ভূষিত হলেন গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন

টানা ৮ম রাতেও কাশ্মীরের পাক-ভারত সীমান্তে দু’দেশের সেনাদের মধ্যে গোলাগুলি

শ্বশুরবাড়ি থেকে সাবেক কৃষিমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

কাশ্মীরে হামলায় ভারতের প্রতি ফের আন্তর্জাতিক তদন্তের আহ্বান পাক প্রতিরক্ষা মন্ত্রীর