বগুড়ার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার

Daily Inqilab ইনকিলাব

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪২ এএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৮:০৬ এএম

২০০৭ সালে বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. মিনাজুলকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

শনিবার রাতে ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধের বিষয়টি স্বীকার করেছে। সে বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় ২০০৭ সালে একটি ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী।

লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, মামলার পর থেকে সে পলাতক জীবন যাপন করে আসছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন।

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন