জয়পুরহাটে কাপড় বদলানোর গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেফতার

Daily Inqilab জয়পুরহাট জেলা সংবাদদাতা

০৮ মার্চ ২০২৩, ০৩:১৯ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

কাপড় বদলানোর সময় গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগে জয়পুরহাট শহরের বিশ্বাস পাড়া এলাকা থেকে মামুন হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত মামুন হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আকবর আলীর ছেলে।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মাসুদ রানা জানান, অভিযুক্ত মামুন গোপনে ওই নারীর কাপড় বদলানোর ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ছয় মাস ধরে তাকে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে আসছিল এবং অনেক সময় ওই নারী শারীরিক সম্পর্কে রাজি না হলে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিত।

গত রাতে ভিকটিমকে কৌশলে জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকায় একটি বাসায় নিয়ে এসে আবারও জোরপূর্বক ধর্ষণ করলে ভুক্তভোগি ওই নারী র‌্যাবকে ফোন করলে অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে গ্রেফতারসহ ভুক্তভোগীকে উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন