পটুয়াখালী বাস খাদে,নিহত-১,আহত-১৭
০৮ মার্চ ২০২৩, ০৩:৩৫ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

পটুয়াখালীতে ইকোনো পরিবহনের বেপড়োয়া গতির একটি বাস খাদে পড়ে রোজা (১০) নামের এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে ১৭যাত্রী। বুধবার ভোররাতে পটুয়াখালী শহরের প্রবেশমুখ সেতুর উত্তর পাদদেশে এ দুর্ঘটনা ঘটে। মৃত রোজা কুড়িগ্রাম জেলার মুক্তারাম গ্রামের রিয়াজের মেয়ে। সে পরিবারের সঙ্গে কুয়াকাটা সাগর সৈকতে ভ্রমনের উদ্দেশ্যে ঐ বাসে করে আসছিল। এই দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর শিশুটির মা-বাবাসহ ১৭ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
অপর আহতরা হলেন, জোনাইত (১৩) গাজীপুর, মাঈনউদ্দিন (৩৫), ও মুছা মিয়া (৫২) পটুয়াখালী, আজাহার মিয়া (৪৫) ও মো, সেলিম (৩৮) বিক্রমপুর ঢাকা, মো, ইব্রাহিম (৩৪) ভোলা। এছাড়াও ইউনুস আলী (৪০) , দুখরাম (৫০),মামুন মিয়া (৩৭), মো, ফারুক (৩৮), কামরুজ্জামান গিয়াস (৩৫), , নাজমুল হাসান (৩০),জাকির হোসেন (৩৮) মোহাম্মদ মির্জা (৩৩) সুমন (২৫) নিহত রোজার মা জেসমিন বেগম(৩০) ওবাবা রিয়াজুল ইসলাম(৩৫)।
বাসের যাত্রী ও স্থানীয়রা জানান, গতকাল রাতে বাসটি আবদুল্লাপুর থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ভোররাতে সেতুর পাদদেশ এলাকায় পৌছলে বেপড়োয়া গতিতে একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু রোজাকে মৃত ঘোষনা করেন। আহত সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে নিহত শিশু রোজ এর মা গুরুতর অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জান জানান, একজনের মৃতুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ তাদের রেকার দিয়ে দুঘটনাকবলিত এলাকা থেকে বাসটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে এসেছে। বাসের চালক হেলপার পলাতক রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
এই বিভাগের আরও





আরও পড়ুন