আনোয়ারায় গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

Daily Inqilab আনোয়ারা(চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

০৮ মার্চ ২০২৩, ০৩:৫৫ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩, ১০:১৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের একটি ভাড়া বাসা থেকে জেসমিন আক্তার(২৮) নামের এক নারী গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ইউনিয়নের পূর্ব বৈরাগ পশ্চিম পাড়া এলাকার একটি কলোনি থেকে তার লাশ উদ্ধার করা হয়। জেসমিন আক্তার আনোয়ারা কেইপিজেডের পোশাক কারখানার শ্রমিক বলে জানা যায়। তাদের বাড়ী বাঁশখালী উপজেলার প্রেমাশিয়া গ্রামে । ইপিজেডে চাকরির সুবাদে স্বামীসহ ভাড়া বাসায় থাকত। জেসনিম আক্তারের দুইটি শিশু সন্তান রয়েছে। ঘটনার পর পরই নিহতের স্বামী পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে স্বামী পালিয়ে যায়। ময়নাতদন্ত রিপোর্ট দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন