স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবে ছাত্র-ছাত্রীরাÑ প্রতিমন্ত্রী পলক

Daily Inqilab সিংড়া,(নাটোর) থেকে স্টাফ রিপোটার

০৯ মার্চ ২০২৩, ০৪:২৯ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৫:০৭ এএম

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মান হবে, চারটি মুল স্তম্ভের উপর। তা হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ব্যবস্থা ও স্মার্ট সমাজ ব্যবস্থা। এ চারটি স্তম্ভের সমন্বয়ে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।

আর সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবে আজকের ছাত্র-ছাত্রীরা। “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ রূপকল্প সফলভাবে বাস্তবায়নের পর নতুন রূপকল্প দিয়েছেন তা’ হচ্ছে আগামী ২০৪১সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে হবে। ২০৪১ সালে বাংলাদেশে নেতৃত্ব দিবে তারাই। বৃহস্পতিবার (৯মার্চ) উপজেলার শেরকোল ইউনিয়নে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘থাকবো ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়ে-গড়ব বাংলাদেশ।

এই প্রতিপাদ্য সামনে রেখে জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম এনডিসি’র সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক সাইফুল হক চৌধুরী, নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান। এসময় উপজেলা আ’লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান. সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, শেরকোল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন