সিলেটে হত্যা মামলার রায়ে ১জনের মৃত্যুদন্ড, ৩জনের যাবজ্জীবন

Daily Inqilab সিলেট ব্যুরো

০৯ মার্চ ২০২৩, ০৮:৫৭ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩, ০৯:০৪ পিএম

সিলেটে একটি হত্যা মামলার রায়ে এক আসামির মৃত্যুদন্ড ও তিনজনকে যাবজ্জীবন সাজার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) এ রায় প্রদান করেন সিলেট আদালতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রামাণিক।
একই আদেশে তিনজনকে খালাস দিয়েছেন তিনি। জেলার জৈন্তাপুর উপজেলার ইউনুছ আলী (৩২) নামের এক যুবকের হত্যা ঘটনা মামলায় এ রায় ঘোষণা করা হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েছ আহমদ জৈন্তাপুরের উপর শ্যামপুর গ্রামের কুতুব আলীর পূত্র। রায়ে মৃত্যুদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা ও আরেক ধারায় ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়েছে তাকে।মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক অনুমোদন সাপেক্ষে আসামি কয়েছ আহমদের গলায় রশি লন্ড কার্যকর করার নির্দেশ দেন আদালত। এ রায়ের বিপরীতে ৭ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবেন কয়েছ। রায়ে যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার হরিপুর গ্রামের ফয়জুল করিমের পূত্র রাসেল আহমদ, লাল মিয়ার পূত্র জুয়েল আহমদ ও উপর শ্যামপুর গ্রামের মাহমুদ আলী হরু মিয়ার পূত্র বিলাল আহ এদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পাওয়া ৩ জন হলেন- একই এলাকার দেলোয়ার মেম্বার, এমদাদ ও ফয়জুল করীম। আদালত সূত্র জানায়, জৈন্তাপুর উপজেলার হরিপুরের ইব্রাহিম আলীর পূত্র ইউনুছ আলী ২০১৪ সালের ২৯ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরে ৩১ ডিসেম্বর আটক আসামি রাসেল আহমদের দেওয়া তথ্য মতে, স্থানীয় একটি টিলা থেকে মাটিচাপা অবস্থায় ইউনুছের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বাবা জৈন্তাপুর থানায় দায়ের করেন একটি হত্যা মামলা। অবশেষে বৃহস্পতিবার ঘোষণা করা হয় ওই মামলার রায়।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন