প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল
০৯ মার্চ ২০২৩, ০৯:৪৪ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৩:৩৯ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীরকে গ্রেফতারের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা যুবদল। গত বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলীয় কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে তাদের আটক করা হয়। এ দু’জনকে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১২টায় বিক্ষোভ মিছিল করে ভোলা জেলা যুবদল। যুবদলসহ ভোলা জেলা বিএনপি নেতাকর্মীদের বৃহস্পতিবার কোর্টে হাজিরা থাকার কারণে কোর্ট প্রাঙ্গণে একত্রিত হয়ে মামলার হাজিরা শেষে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটির শহরের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে মহাজন পট্রি বিএনপি কার্যালয় এসে সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আ. কাদের সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মনির হাসানসহ পৌর এবং থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিভাগ : বাংলাদেশ
এই বিভাগের আরও





আরও পড়ুন