নারায়ণগঞ্জের বন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ বুলেট গ্রেপ্তার

Daily Inqilab নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার

১০ মার্চ ২০২৩, ০৫:০২ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৩:২৩ এএম

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার (৯ মার্চ) গভির রাতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী লুৎফর রহমান বুলেট টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার কাফিলাপাড়া এলাকার ভুলু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার গভির রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে এ অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান"ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে বন্দর থানা এবং ধামগড় ফাঁড়ির পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯২৩৪) থেকে ড্রাইভার লুৎফর রহমান বুলেটের হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করি।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।#


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন