বিপর্যস্ত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসংঘের মাধ্যমে উদ্যোগ নিন
১০ মার্চ ২০২৩, ০৭:৪৬ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩, ১০:৩৯ পিএম

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে হত্যা, নির্যাতনসহ নানা অপরাধ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিপর্যস্ত সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতকরণে বাস্তবমুখী উদ্যোগ নেয়ার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকীব।
আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যেন হত্যাযজ্ঞের প্রতিযোগিতা চলছে। প্রশাসনের কড়াকড়ির পরও দুর্বৃত্তরা তাদের কর্মকা- চালিয়ে যাচ্ছে। এ নিয়ে প্রশাসনও অনেকটা বিব্রতকর অবস্থায়। গত চার বছরে আশ্রয়শিবিরগুলোতে রোহিঙ্গা নেতাসহ প্রায় ৭০ জনের মতো সাধারণ রোহিঙ্গা হত্যার শিকার হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, মায়ানমার সরকারের নির্যাতনের শিকার হয়ে নিজ জন্মভূমি ত্যাগ করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুরা। এসব আশ্রিয় অসহায় রোহিঙ্গাদের জান মালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। তিনি আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের দ্রুত উদ্যোগ নিয়ে জাতিসংঘের মাধ্যমে চেষ্টা চালানোর ওপরগুরুত্বারোপ করেন।
বিভাগ : বাংলাদেশ
এই বিভাগের আরও





আরও পড়ুন