আড়াইহাজারে ছিনতাইকালে ডেমরা থানার এসআইসহ ৪জন গ্রেফতার
১০ মার্চ ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১৭ এএম
আড়াইহাজারে ছিনতাই ও অপহরণের চেষ্টাকালে ডেমরা থানার এক এস আই (উপ পরিদর্শক) সহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আড়াইহাজারের প্রভাকরদি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এসময় গ্রেফতারকৃত পুলিশের ঐ এসআই এর কাছ থেকে সরকারী পিস্তল, হ্যান্ডকাফসহ ছিনতাইকৃত টাকা উদ্ধার করে আড়াইহাজার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার বাগমারা থানার ময়েজ উদ্দিনের ছেলে ও ডেমরা থানার এসআই মোজাম্মেল হক(৩৭), রুপগঞ্জের ভুলতা এলাকার মাসুদ মিয়ার ছেলে আতিকুর রহমান ওরফে সোহেল(২৯), একই এলাকার মনজুর হোসেনের ছেলে হালিম মিয়া(২০) এবং বিজয়(২৬)। শুক্রবার এব্যপারে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সজীব(২৫) আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় সজীব উল্লেখ করেন, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি ও তার বন্ধু রাসেল মিয়া (২৬) রুপগঞ্জের গাউসিয়া থেকে সিএনজি যোগে নিজ বাড়ী আড়াইহাজারের প্রভাকরদী আসছিলেন। পথিমধ্যে মামলার বাদী সজীব তার মামা সবুজ(৪০) এর সাথে দেখা করতে আড়াইহাজারের প্রভাকরদি বাজার সংলগ্ন আবদুর রউফের ভাঙারীর দোকানের সামনে কাশবনের মাঠে নামেন। সেখানে যাওয়া মাত্রই গ্রেফতারকৃত পুলিশের এসআই মোজাম্মেলসহ ৫জন তাদের ঘিরে ফেলেন। এসময় মোজাম্মেল তার কাছে থাকা পিস্তল বের করে নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন এবং সজীব ও তার বন্ধু রাসেলকে হাতকড়া লাগিয়ে দেন। এক পর্যায়ে আসামী মোজাম্মেলের সাথে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা নিজেদেরকে পুলিশের কন্সটেবল বলে পরিচয় দিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেন এবং মামলার বাদী সজীবরে কাছে থাকা নগদ ৮২হাজার ৫শ টাকা, মোবাইল ফোন, তার বন্ধু রাসেলের কাছে থাকা ৩৫হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আসামীরা তাদেরকে হাতকড়া পরানো অবস্থায় কাশবনের মাঠ থেকে টেনে হিচড়ে সামনের রাস্তায় নিয়ে আসে এবং ধস্তাধস্তি করে একটি সিএনজিতে উঠানোর চেষ্টা করে। এসময় সজীব ও তার বন্ধু রাসেল চিৎকার শুরু করলে কিছু দূরেই টহলরত আড়াইহাজার থানার এএসআই নুরে আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এগিয়ে আসেন। সেখানে আসামী মোজাম্মেল নিজেদের ডেমরা থানা পুলিশের সদস্য পরিচয় দিলে এএসআই নুরে আলম তাদের পরিচয়পত্র দেখতে চাইলে আসামী নিজেদের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়। বিষয়টি ছিনতাই আচ করতে পেরে এএসআই নুরে আলম আড়াইহাজার থানায় খবর দিলে এসআই নাহিদ মাসুমের নেতৃত্বে অপর একপি পুলিশ টিম ঘটনাস্থলে এসে আসামীদের গ্রেফতার করে। এসময় অজ্ঞাত এক আসামী পালিয়ে যায়। আসামীদের কাছ থেকে পুলিশ ৮রাউন্ড গুলি ভর্তি একটি নাইন এমএম পিস্তল (সিরিয়াল নং টি-১০৬৮৮৬৯),এক জোড়া কালো রঙের হ্যান্ডকাফ এবং ছিনতাকৃত টাকার মধ্যে ১০হাজার টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত টাকা ছিনতাইয়ের বলে আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বিকার করে।
এদিকে গ্রেফতারকৃত আসামী মোজাম্মেল হক ঢাকা ডেমরা থানার এস আই বলে নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি শফিকুর রহমান। তবে গ্রেফতারকৃত অপর তিন আসামী তার থানার কনস্টেবল নয় বলে জানান তিনি।
আড়াইহাজার থানায় মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইচক্রের সদস্য। ডেমরা থানার এসআই মোজাম্মেল হকও এই চক্রের একজন হোতা। অজ্ঞাত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এই ব্যাপারে আড়াইহাজার থানার (ওসির দায়িত্বে থাকা) তদন্ত সাইফুল ইসলাম সোহাগের মুঠাফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি।
উপপরিদর্শক (এস আই) নাহিদ মাসুম ঘটনা নিশ্চিত করে বলেন, তাদের নারায়ণগঞ্জ ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি তদন্ত করবেন।
এ এস আই নুরে আলম বলেন, আপনারা ওসি স্যারের সাথে কথা বলেন। নারায়ণগঞ্জ ডিবির ওসি নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সউদী আরবকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা নাহিদের
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৬
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে চীনের নিষেধাজ্ঞা
বিক্ষোভের মুখে প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার সামরিক আইন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় এক শ্রমিক নিহত
শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : বিক্ষোভ মিছিলে খেলাফত আন্দোলন
আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিস বিক্ষোভ
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ও ২৪'র গণহত্যার বিচারের জন্য ছাত্র ঐক্যের প্রয়োজন: শিবির সভাপতি
‘কুটনীতিকদের উপর আক্রমণ করে ভারত নিজেদের অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে’
ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য
ইনকিলাব সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
পঞ্চগড়ে বিএনপির আনন্দ মিছিল
অব্যবহৃত মসজিদ বা তার জায়গা সংরক্ষণ করা প্রসঙ্গে?
চা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন