ফুলপুরে বাস ও মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২
১০ মার্চ ২০২৩, ০৯:৩২ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ১১:২৬ এএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাস ও মোটরসাইকেলের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ফুলপুর-ময়মনসিংহ মহাসড়কে ও বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার পয়ারী ইউনিয়নের কারাহায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১০ মার্চ) ভোরে ফুলপুর - ময়মনসিংহ সড়কে ইমাদপুর বড় মসজিদের সামনে একটি গাড়ী আব্দুস সামাদ (২৫)কে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আব্দুস সামাদ ইমাদপুর (পশ্চিম) গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।
অপরদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কাড়াহা কাকলী রাইস মিল সংলগ্ন পানির পাম্পের সামনে একটি মোটরসাইকেল অজ্ঞাত এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে বৃদ্ধা গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থা গুরুতর দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিভাগ : বাংলাদেশ
আরও পড়ুন