স্থানীয়দের সাথে রাবি শিক্ষার্থীদের তুচ্ছ ঘটনায় তুমুল সংঘর্ষ, আহত প্রায় ২শতাধিক
১২ মার্চ ২০২৩, ০৮:৫৭ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৩, ০৫:৪৭ পিএম

বাসের ভেতর বসার মতো তুচ্ছ ঘটনায় সুপারভাইজারের সাথে বাকবিতণ্ডা। বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর গেটে সেই ঘটনার সাথে যুক্ত হয় স্থাানীয় এক দোকানী। এরপর রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি। স্থানীয় ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সেই সংঘর্ষে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ শিক্ষার্থী। প্রায় ৪ ঘন্টার ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা, অগ্নিসংযোগের ঘটনায় সবমিলিয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়।
সূত্রে জানা গেছে, বগুড়া থেকে ‘মোহাম্মদ’ নামের একটি বাসে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলামিন আকাশ। বাসে আসনে বসার ঘটনা নিয়ে তাঁর সঙ্গে বাসের চালক শরিফুল ও চালকের সহকারী রিপনের বাকবিতণ্ডা হয়। পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে পৌঁছালে রিপনের সঙ্গে ওই শিক্ষার্থীর পুনরায় বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় স্থানীয় এক দোকানদার এসে ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থালে জড়ো হয়ে ওই দোকানদারের ওপর চড়াও হন। এরপর স্থাানীয় ব্যবসায়ীরা এক জোট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তখন শিক্ষার্থীরাও তাঁদের পাল্টা ধাওয়া করেন। এর পর থেকে রণক্ষেত্রে পরিণত হয় বিনোদপুর।
এক পর্যায়ে বিনোদপুর গেটের কাছে থাকা পুলিশ বক্স ও কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাত ১০ টা পর্যন্ত ক্যাম্পাস ও বিনোদপুর বাজারে মহাসড়ক দখলে ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এসময়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে নিতে চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। উপস্থিাত হন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচএম খায়রুজ্জামান লিটন।
এদিকে সংঘর্ষের প্রায় তিন ঘণ্টা পর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন বিশ্ববিদ্যালয়ের ভিসি গোলাম সাব্বির সাত্তার। তবে তিনি রবি ও সোমবার সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেন। এসময় ভিসি বলেন‘ তোমাদের প্রতি অনুরোধ হলে ফিরে যাও। তোমাদের জন্য প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। রুমে যাও তোমরা। এ ঘটনায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।’ তবে এ ঘোষণা দেওয়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস বন্ধের প্রতিবাদ জানাতে থাকেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষনা দেয়া হয়।
তবে এরপরও শিক্ষার্থীরা ফিরে যায়নি। বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে আবারও জড়ো হয়ে তারা স্থানীয় ও পুলিশদের ধাওয়া দিয়ে বাজার দখলে নিয়ে দোকানে হামলা ও ভাঙচুর করতে থাকে। এক পর্যায়ে মটোরসাইকেল, পুলিশ বক্স ও দোকানপাটে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, স্থাানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিাতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের গুলিতে এসময় ১০ এর অধিক শিক্ষার্থী আহত হয়। এরপর কিছুটা শান্ত হয় পরিবেশ। এদিকে বিনোদপুরে মেসে যাওয়ার পথে স্থাানীয়দের আক্রমণের শিকার হন কিছু শিক্ষার্থী। বিনোদপুরের কয়েকটি মেসে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা করার চেষ্টা করেছে স্থাানীয়রা এমন অভিযোগ করেছেন কয়েকজন।
রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ১২ টা পর্যন্ত হাসপাতালে আহত ৮০ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পুলিশের গুলিতে ১০ জন ও আইসিইউতে আছে ১জন। এছাড়া শতাধিকের বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিনোদপুর বাজারে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
বিভাগ : বাংলাদেশ
এই বিভাগের আরও





আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য প্রতিনিধিকে নিয়ে এক টেবিলে মির্জা ফখরুলের ইফতার

যারা চট্টগ্রাম বন্দরকে একসময় কাউন্ট করতো না, তারা চট্টগ্রাম বন্দরে এখন বিনিয়োগ করতে চায় : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চীনের আধুনিকায়ন বিশ্ব উন্নয়নে নতুন পথ দেখিয়েছে

গ্রাহকের দেওয়া টিপ দ্বিগুণ করে রাইডারকে দেবে ফুডপ্যান্ডা

ডলারের দাম বেড়েছে, রপ্তানিতে মিলবে ১০৫ টাকা

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের বোর্ড সভা অনুষ্ঠিত

গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচকে গ্রেপ্তার করলো রাশিয়া

মারা গেলেন আত্মহত্যা চেষ্টা করা শেকৃবির সেই ছাত্রী

কাল খুলছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন

আমিরাতে রমজান মাসে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ হাতেনাতে ধরতে পারলে পাঁচ হাজার দিরহাম জরিমানা ও তিন মাসের জেল

সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবি কুবি সাংবাদিক সমিতির

সাংবাদিক হয়রানি ও আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ ১২ দেশের উদ্বেগ

মতলবে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

আল্লামা শিব্বীর আহমদের দাফন সম্পন্ন

ইসরাইলে দূতাবাস স্থাপন করেছে আজারবাইজান

কোটালীপাড়ায় অবৈধভাবে সরকারি জায়গা দখল করে তিনতলা ভবন নির্মানের চেষ্টা

সুনামগঞ্জে পৃথক দুটি মামলায় একজনের মৃত্যুদন্ড, দুই জনের যাবজ্জীবন

বাখমুতে প্রতিদিন ৫০০ সৈন্য হারাচ্ছে ইউক্রেন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,পুলিশের প্রতি জনগণের আস্থা বেড়েছে: আইজিপি

সুপ্রিম কোর্ট বারে তলবি সভা নির্বাচনের নতুন তারিখ ১৪-১৫ জুন