স্থানীয়দের সাথে রাবি শিক্ষার্থীদের তুচ্ছ ঘটনায় তুমুল সংঘর্ষ, আহত প্রায় ২শতাধিক
১২ মার্চ ২০২৩, ০৮:৫৭ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৪৪ পিএম
বাসের ভেতর বসার মতো তুচ্ছ ঘটনায় সুপারভাইজারের সাথে বাকবিতণ্ডা। বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর গেটে সেই ঘটনার সাথে যুক্ত হয় স্থাানীয় এক দোকানী। এরপর রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি। স্থানীয় ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সেই সংঘর্ষে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ শিক্ষার্থী। প্রায় ৪ ঘন্টার ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা, অগ্নিসংযোগের ঘটনায় সবমিলিয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়।
সূত্রে জানা গেছে, বগুড়া থেকে ‘মোহাম্মদ’ নামের একটি বাসে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলামিন আকাশ। বাসে আসনে বসার ঘটনা নিয়ে তাঁর সঙ্গে বাসের চালক শরিফুল ও চালকের সহকারী রিপনের বাকবিতণ্ডা হয়। পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে পৌঁছালে রিপনের সঙ্গে ওই শিক্ষার্থীর পুনরায় বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় স্থানীয় এক দোকানদার এসে ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থালে জড়ো হয়ে ওই দোকানদারের ওপর চড়াও হন। এরপর স্থাানীয় ব্যবসায়ীরা এক জোট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তখন শিক্ষার্থীরাও তাঁদের পাল্টা ধাওয়া করেন। এর পর থেকে রণক্ষেত্রে পরিণত হয় বিনোদপুর।
এক পর্যায়ে বিনোদপুর গেটের কাছে থাকা পুলিশ বক্স ও কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাত ১০ টা পর্যন্ত ক্যাম্পাস ও বিনোদপুর বাজারে মহাসড়ক দখলে ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এসময়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে নিতে চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। উপস্থিাত হন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচএম খায়রুজ্জামান লিটন।
এদিকে সংঘর্ষের প্রায় তিন ঘণ্টা পর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন বিশ্ববিদ্যালয়ের ভিসি গোলাম সাব্বির সাত্তার। তবে তিনি রবি ও সোমবার সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেন। এসময় ভিসি বলেন‘ তোমাদের প্রতি অনুরোধ হলে ফিরে যাও। তোমাদের জন্য প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। রুমে যাও তোমরা। এ ঘটনায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।’ তবে এ ঘোষণা দেওয়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস বন্ধের প্রতিবাদ জানাতে থাকেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষনা দেয়া হয়।
তবে এরপরও শিক্ষার্থীরা ফিরে যায়নি। বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে আবারও জড়ো হয়ে তারা স্থানীয় ও পুলিশদের ধাওয়া দিয়ে বাজার দখলে নিয়ে দোকানে হামলা ও ভাঙচুর করতে থাকে। এক পর্যায়ে মটোরসাইকেল, পুলিশ বক্স ও দোকানপাটে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, স্থাানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিাতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের গুলিতে এসময় ১০ এর অধিক শিক্ষার্থী আহত হয়। এরপর কিছুটা শান্ত হয় পরিবেশ। এদিকে বিনোদপুরে মেসে যাওয়ার পথে স্থাানীয়দের আক্রমণের শিকার হন কিছু শিক্ষার্থী। বিনোদপুরের কয়েকটি মেসে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা করার চেষ্টা করেছে স্থাানীয়রা এমন অভিযোগ করেছেন কয়েকজন।
রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ১২ টা পর্যন্ত হাসপাতালে আহত ৮০ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পুলিশের গুলিতে ১০ জন ও আইসিইউতে আছে ১জন। এছাড়া শতাধিকের বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিনোদপুর বাজারে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
আরেকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
রাজনীতি ও রাষ্ট্রাচার ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে : সেলিম উদ্দিন
ভারতে ঢুকে পড়েছে এইচএমপিভি
আন্তর্জাতিক আইকিউ টেস্টে দ্বিতীয় ইরান
গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলা : দুই আসামির জামিন
লেনদেন ও সূচকের উত্থান পুঁজিবাজারে চাঙাভাব
খালেদা জিয়ার নাইকো মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
পাবনায় শীর্ষ সন্ত্রাসী কাঙ্গাল বাবু গ্রেপ্তার
১৫ হাজার পিচ ইয়াবার মামলায় প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড
হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে : মাহমুদুর রহমান
বৃদ্ধাশ্রমের বাবা মায়ের পাশে জেলা প্রশাসন সব সময় আছে এবং থাকবে
তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের দিন প্রশ্নবিদ্ধ এনামুল
বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চান পরিবেশ উপদেষ্টা
গাজীপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি শেকৃবি ভিসির
অংশীজনদের সঙ্গে আজ বসছেন অর্থ উপদেষ্টা
কোম্পানীগঞ্জের ইউএনওর নাম্বার ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি
সমস্যাগ্রস্ত ৬ ব্যাংকের নিরীক্ষায় ২ বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত