সংঘর্ষের জেরে রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
১২ মার্চ ২০২৩, ০৯:০৩ এএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৮:০৪ এএম

সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ রেললাইনের ওপর অবস্থান নিয়েছেন। ফলে রাজশাহী রেলওয়ে স্টেশনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ছাড়া অন্য সব জেলার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার রাত ১১ টা থেকে ক্যাম্পাসের চারুকলা অনুষদ ও রেলস্টেশনের দিকে এই অবস্থান নেয় শিক্ষার্থীরা।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাশে ২০০ থেকে ২৫০ শিক্ষার্থী শুয়ে-বসে আছে। ট্রেন যাওয়ার কোনো উপায় নেই। তাই রাতে রাজশাহী থেকে ঢাকামুখী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যেতে পারেনি। রাত ১১টা ২০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যাওয়ার কথা ছিল। রাজশাহী রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন ঢুকছে না। কোনো ট্রেন রাজশাহী থেকে বেরও হতে পারছে না'।
এদিকে রেললাইন অবরোধ করে থাকায় ঢাকা থেকে রাজশাহী হয়ে একটি মেইল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ যেতে পারেনি। ট্রেনটি নাটোরের আবদুলপুর জংশনে আটকে আছে বলে জানিয়েছেন ব্যবস্থাপক আব্দুল করিম।
প্রসঙ্গত, বাসের ভেতর বসার মতো তুচ্ছ ঘটনায় সুপারভাইজারের সাথে বাকবিতণ্ডা। বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর গেটে সেই ঘটনার সাথে যুক্ত হয় স্থাানীয় এক দোকানী। এরপর রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি। স্থানীয় ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সেই সংঘর্ষে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ শিক্ষার্থী। প্রায় ৪ ঘন্টার ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা, অগ্নিসংযোগের ঘটনায় সবমিলিয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়।
বিভাগ : বাংলাদেশ
আরও পড়ুন