নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদন্ডাদেশ

Daily Inqilab ইনকিলাব

১২ মার্চ ২০২৩, ০২:০৪ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ১০:৪৯ পিএম

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত। রবিবার দুপুরে নওগাঁ’র অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক মোঃ ফেরদৌস ওয়াহিদ জনাকীর্ন আদালতে এই রায় প্রদান করেছেন।
বিজ্ঞ পিপি এ্যাডভোকেট আব্দুল্লাহেল বাকী বলেছেন মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্যক্তি হলো ফরিদুর রেজা ফরিদ (৫২)। সে সদর উপজেলার আতিথা গ্রামের বাসিন্দা। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামী ফরিদ আদালতে উপস্থিত ছিল।
আদালত সূত্রে জানা গেছে ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টায় ফরিদুর রেজা ফরিদ তার স্ত্রী শামীমা আক্তারকে তাদের কন্যা দীপার সামনে গলা কেটে হত্যা করে।
এই ঘটনায় নিহত শামীমার ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে নওগাঁ সদর থানায় ফরিদুর রেজাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। সদর থানার পুলিশ তদন্ত শেষে উক্ত ফরিদুর রেজা’র বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে মামলাটি বিচারের জন্য আদালতে প্রেরন করা হয়।
দীর্ঘ শুনানী শেষে রবিবার দুপুরে নওগাঁ’র বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন।
রাষ্ট্র পক্ষে বিজ্ঞ পিপি এ্যাডভোকেট আব্দুল্লাহেল বাকী এবং আসামী পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবি এ্যাড. সিরাজুল ইসলাম ও অমরেন্দ্রনাথ ঘোষ মামলাটি পরিচালনা করেন।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন