কয়রায় ৪৪ কেজি হরিণের মাংস সহ আটক ৩

Daily Inqilab খুলনা ব্যুরো

১২ মার্চ ২০২৩, ০৪:১১ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০২:৪৬ এএম

খুলনার কয়রা থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে ৪৪ কেজি হরিণের মাংস সহ ৩ চোরা পাচারকারীকে আটক করেছে। আজ রোববার সকাল ১০ টার দিকে উপজেলার দেউলিয়া বাজার মৎস্যকাটা থেকে ককশিটের মাধ্যমে ঢাকার উদ্দেশ্য পাচার করার সময় ২৭ কেজি হরিণের মাংস সহ দক্ষিণ বেদকাশি ইউনিয়নের পাতাখালী গ্রামের সাহেব আলীকে আটক করে। অন্যদিকে বেলা ১১ টায় উত্তর বেদকাশি ইউনিয়নের গাববুনিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৭ কেজি হরিণের মাংস সহ ২ জন পাচারকারীকে আটক করে। আটককৃতরা হলেন খুলনার রুপসা উপজেলার রাজাপুর গ্রামের আবুল কাশেম ও খুলনা সদরের পালপাড়া রোডের বদর আল অসীম কোরাইশী। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম) জানান, বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন