রাজধানীর কামরাঙ্গীরচরে বন্ধুর ডাম্বেলের আঘাতে বন্ধু নিহত
১২ মার্চ ২০২৩, ০৭:০৭ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩, ০৯:০৪ পিএম

রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায়
কাটাকাটির জের ধরে বন্ধু ইমনের ডাম্বেলের আঘাতে আরেক বন্ধু হাসান নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার জানান, নিহত যুবকের নাম মো. হাসান। আজ সকালে ঝাউলাহাটি এলাকার একটি মেসে বন্ধু ইমনের ডাম্বেলের আঘাতে তিনি মারা যান।
ওসি বলেন, এ ঘটনায় ইমনকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, কামরাঙ্গীরচরের একটি তারকাঁটা তৈরির কারখানায় কাজ করতেন তারা। গতরাতে কাজ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ইমনকে মারধর করেন হাসান। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন ইমন।
আজ সকালে মেসে গতরাতের ঘটনা নিয়ে ইমনকে উত্তেজিত করার চেষ্টা করেন হাসান। এসময় ইমন ডাম্বেল দিয়ে হাসানের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়', বলেও জানান ওসি মোস্তফা আনোয়ার।
বিভাগ : বাংলাদেশ
এই বিভাগের আরও





আরও পড়ুন