কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের একদিন পর এক যুবকের মরদেহ উদ্ধার

Daily Inqilab কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার,

১২ মার্চ ২০২৩, ০৭:৩৫ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৮:০৪ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজ এর একদিন পর সোহাগ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। রোববার দুপুর ৩ টার দিকে উপজেলার রামকৃঞ্চপুর ইউ,পি-র বালুর চরের খড়িবুনা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোহাগ একই গ্রামের মনির হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদোষীরা জানান, গত শনিবার বিকেল থেকে সোহাগ নিখোঁজ ছিলো, পরদিন রোববার বালুর চরের খড়িবুনা মাঠে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গেলে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
এব্যাপারে রামকৃঞ্চপুর ইউ,পি চেয়ারম্যন সিরাজ মন্ডল জানান, সোহাগ নামের যে ছেলেটার মরদেহ উদ্ধার হয়েছে। সে একটু মানসিক ভারসাম্যহীন ছিলো। গত শনিবার বিকেলে মাছ ধরার কথা বলে বাড়ী থেকে বের হয়ে ছেলেটা নিখোঁজ হয় এবং পরদিন বালুর চরের খড়িবুনা মাঠে থেকে তার মরদেহ উদ্ধার হয়।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন