রাঙ্গামাটি বিএনপির সভাপতি দীপন সা. সম্পাদক মামুন
১২ মার্চ ২০২৩, ০৭:৩৮ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২৩, ০৯:০৩ পিএম

দীপন তালুকদার দীপুকে সভাপতি এবং এড. মামুনুর রশীদ মামুনকে সাধারণ সম্পাদক করে রাঙ্গামাটি জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন করেন।
কমিটিতে ১৭জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। তারা হলেন- সৈয়দ হারুনুর রশীদ, জয়নাল আবেদীন জেবু, রফিক উদ্দিন আহম্মেদ, আব্দুল মতিন, থোয়াই সুই খই মারমা, নুরু কমিশনার, এসএম আব্দুল কাদের, সৈয়দুল আলম মেম্বার, মো. মঈন উদ্দিন ভুইয়া, ডা. নীলু তংচঙ্গ্যা, মো. সোলেমান সওদাগর, প্রভাত রন্জন চাকমা, বিপুলেশ^র চাকমা, আলম ফরাজী, নুরুল ইসলাম সওদাগর, আব্দুল হাকিম ওস্তাদ, মো. মোতালেব।
১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি- দীপন তালুকদার দীপু, সহ-সভাপতি আবু নাছির চেয়ারম্যান, সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, এড. সাইফুল ইসলাম পনির, জহির আহম্মদ সওদাগর, তোফাজ্জল হোসেন চেয়ারম্যান, ডা. মো. রহমত উল্লাহ, শুশোভন দেওয়ান আগা, নিজাম উদ্দিন বাবু, আইয়ুব চৌধুরী, আব্দুল মান্নান, বাবুল আলী, মো. নিজাম উদ্দিন, মো. মহিউদ্দিন, আব্দুস সালাম ফকির।
সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক আলী বাবর, এএসএম শফিউল আজম, মাহবুবুল বাসেত অপু, দেবজ্যোতি চাকমা, মো. শফিকুল ইসলাম, দিলদার হোসেন, মো. মুজিবুল হক, লোকমান আহম্মেদ, মো. ওমর আলী, মাষ্টার খলিলুর রহমান শেখ, দিদারুল আলম, এজাজ নবী রেজা, আব্দুল বারেক দেওয়ান।
সহ-সাধারণ সম্পাদক আকবর আলী, ফজলুর রশীদ সেলিম, আবুল হোসেন বালি, মাহবুবুল ইসলাম মিন্টু, আবু সাদাৎ মো. সায়েম, মো. ইলিয়াছ, মো. নুরুজ্জামান, মো. আবু বক্কর ছিদ্দিক।
কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, মো. শহীদ চৌধুরী, শ্বাশত চাকমা রিংকু, দফতর সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ, প্রচার সম্পাদক শামীম মোস্তফা, মুক্তিযুদ্ধ বিষয়ক মো. শাহ আলম, স্বাস্থ্য বিষয়ক ডা. পরশ খীসা, আইন সম্পাদক এড. মো. শাহ আলম, যুব বিষয়ক মো. নুরুন্নবী, ছাত্র ফারুক আহম্মেদ সাব্বির, মহিলা শাহেদা আলম, স্থানীয় সরকার মো. জাহেদুল আলম, তথ্য ও গবেষণা জাফর আহম্মেদ স্বপন, কৃষি অলোক প্রিয় বড়–য়া, ত্রাণ আব্দুল হাই খোকন, স্বেচ্ছাসেবক মো. বাচ্চু মিয়া, শ্রম মো. হাফিজ উদ্দিন, প্রশিক্ষণ ইকরাম হোসেন বেলাল, শিল্প ও বাণিজ্য নুরুন্নবী কন্ট্রাক্টর, অর্থনৈতিক আব্দুল মান্নান, ধর্ম আব্দুল গাফ্ফার, মানবাধিকার মো. মমতাজ মিয়া, প্রকাশনা মো. জসিম উদ্দিন, ক্ষুদ্র ঋণ জাহাঙ্গীর হোসেন, সাংস্কৃতিক আলী হোসেন চৌধুরী, ক্রীড়া দিল বাহাদুর রায়, পরিবেশ নুরুল আলম নুরু, শিশু পারুল বেগম, গণশিক্ষা শিবলী কান্তি চাকমা, প্রবাসী মো. ইকবাল করিম, তাঁতী নুরুল কবীর বাঁচা, উপজাতী রনেল দেওয়ান, সহ-কোষাধ্যক্ষ আবু তাহের সওদাগর, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, মিনারা আর্শাদ, এমএ মনছুর, মো. ইয়াছিন, মোর্শেদ আলম।
সহ-সম্পাদকদের মধ্যে- মো. নাসের খাঁন, মো. শহীদুল ইসলাম শাহেদ, মো. কামাল হোসেন, মো. শাহীন আলম, অরুন সেন, মো. আবু কাউসার, মো. নাজিম উদ্দিন, মাহবুবুর রহমান, রনো বিকাশ চাকমা, আবুল কালাম সওদাগর, মনোয়ারা বেগম, মো. সেলিম উদ্দিন বাহারী, রনেন চাকমা, বরুন চন্দ্র রায়, জাভেদুল আলম, জাহাঙ্গীর আলম মেম্বার, জাফর আহম্মেদ, অর্জুন মনি চাকমা, ফারুক হাওলাদার, আব্দুল মোতালেব।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- মনি স্বপন দেওয়ান, মৈত্রী চাকমা, মোহামা¥দ হোসেন, আবুল হাশেম মেম্বার, মংঞোই মারমা, আব্দুল খালেক, আব্দুর রউফ মেম্বার, আজিজুল হক চেয়ারম্যান, মো. আবুল মনছুর, চা থোয়াই মার্মা, মো. নাছির উদ্দিন, সাজাই মার্মা, নুর আয়েশা বেগম, দীপংকর চাকমা, আব্দুল মামুন, সুবিমল চাকমা চেয়ারম্যান, আনোয়ার আজিম, অভিজিৎ চাকমা, আবুল কাশেম মেম্বার, বিনয় শংকর চাকমা, মো. ইলিয়াছ ভুট্টো, শাহ আলম মুরাদ, বিল্টু চাকমা চেয়ারম্যান, নুরুল আবছার, জাফর উদ্দিন টুনু, মো. ইউনুছ, মনিরাজ চাকমা, মো. আবুল কালাম, আবুল কাশেম সওদাগর, নুরুল ইসলাম হাওলাদার, আবুল কালাম চুংগু, মো. তুতী বদ্দার, শিশির বিন্দু চাকমা, আলমগীর মেম্বার, ছিদ্দিকুর রহমান মোল্লা, আব্দুল মালেক, মন্জুরুল হক মিলন, নন্দীতা দে, মো. নজরুল, আব্দুল কাদের, মো. আনোয়ার, আমিনুল হক, মো. সোহরাব মেম্বার, মো. সোলেমান, আবু বক্কর ছিদ্দিক আবু, মো. জানে আলম, জহিরুল ইসলাম মেম্বার, কংকন চাকমা, মো. আতাউর, মিশাচিং মার্মা, মিজানুর রহমান, লোকমান হাকিম, নিখিল চাকমা, শুকতারা বেগম, মায়ারাম তঞ্চঙ্গ্যা মেম্বার।
বিভাগ : বাংলাদেশ
এই বিভাগের আরও





আরও পড়ুন

নিজের পাতা ফাঁদেই আটকেছে যুক্তরাষ্ট্র

কালো আইন প্রয়োগ করে সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে সরকার

সুন্দরগঞ্জে তিস্তার চরাঞ্চলে গমের বাম্পার ফলন

পাকোড়া ছাড়া ইফতারই হয় না পাকিস্তানে

বাছুরের গায়ে স্মাইলি ইমোজি

সত্তর বছর পর

আধা ঘণ্টার পরিচয়ে কিডনিদান

প্রথম আলোর ভিত্তিহীন সংবাদের নিন্দা বাংলাদেশ সম্পাদক ফোরামের

হলিউড শীর্ষ পাঁচ

হকি ঢাকা ইউনাইটেড ও ব্যাচেলর্সের জয়

এশিয়ান কাপ বাছাই খেলতে সিঙ্গাপুরে যাবে কিশোরীরা

মতলবে ৩ প্রতিষ্ঠান কে ২৪ হাজার টাকা জরিমানা

এবার পুরুষ সাফে দক্ষিণ এশিয়ার বাইরের দেশ!

দানব’ ব্ল্যাক হোলের সন্ধানে বিস্মিত বিজ্ঞানীরা গিলে নিতে পারে ৩,৩০০ কোটি সূর্যকে

স্বাধীনতার উপর আঘাত আসলে ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব : হানিফ

গণমাধ্যম স্বাধীন আছে, অপসাংবাদিকতা কেউ সমর্থন করে না : তথ্যমন্ত্রী

করাচিতে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু

মোদী হটাও, দেশ বাঁচাও’ ভারতজুড়ে ১১ ভাষায় পোস্টার, গ্রেফতার ৮

ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদপত্রের টুটি চেপে ধরেছে সরকার : ড. মঈন খান

মিরপুরে বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা