মহাসড়কের পর এবার রেলপথ অবরোধ করলো রাবি শিক্ষার্থীরা

Daily Inqilab রাবি সংবাদদাতা

১২ মার্চ ২০২৩, ০৮:৩৭ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩, ০৯:০৪ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধের পর এবার আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ করলো আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রেলপথে অবস্থান নিয়ে এ আন্দোলন করতে থাকে শিক্ষার্থীরা।

এদিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেছে আন্দোলনকারীদের একাংশ শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীরা বলেন, রাবি শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে। শতাধিক ভাইয়েরা আহত মেডিকেল ভর্তি আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। গতকালের ঘটনায় আমরা প্রশাসনের কাউকেই পাশে পায়নি। প্রক্টরের পদ কেন রাখা হয়েছে। পুলিশকে গুলি করার হুকুম কে দিয়েছে? এসময় প্রক্টরের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বগুড়া থেকে একটি বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন মোহাম্মদ নামের এক ছাত্র। সিটে বসা ও ভাড়া নিয়ে তার সঙ্গে বাসের সুপারভাইজার ও হেলপারের বাগবিতণ্ডা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে বাস থেকে কাউন্টারে এসে বিষয়টি নিয়ে কথা বললে স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তা সংঘর্ষে রূপ নেয়। মূহুর্তেই ঘটনাস্থল রণক্ষেত্রে পরিনত হয়।##


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন