পাংশায় চাঁদার দাবীতে গৃহবধূকে গুলি
১৪ মার্চ ২০২৩, ০২:৩১ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০১:৫৫ পিএম

পাংশা উপজেলার কলিমহর ইউপির পরানপুর গ্রামে স¤্রাট বাহিনী চাঁদার দাবীতে গৃহবধূ বিলকিছ খাতুনকে গুলি করা হয়েছে। আর এ ঘটনাটি ঘটেছে গত ১৩ মার্চ সোমবার রাত অনুমান সাড়ে ৯টার দিকে। গুলিবিদ্ব গৃহবধূ বিলকিছ খাতুন কলিমহর ইউপির পরানপুর গ্রামের মাজেদ আলী মন্ডলের স্ত্রী। গৃহবধূর স্বামী মাজেদ আলী মন্ডল জানান প্রায় ৬/৭ মাস আগে মোবাইলে ফোনে স¤্রাট বাহিনীর পরিচয় দিয়ে আমার কাছে ১ লাখ টাকার চাঁদার দাবী করে এবং আমি তাদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় তারা প্রায়াই আমাকে ভয় ভিতি ও হুমকি প্রদান করে আসছিল। সুত্র জানান ঔই দিন রাতে আমি সংসারের কাজে বাড়ির বাইরে থাকায় আমার স্ত্রী রান্না ঘর হতে রান্না শেষে টিউবয়েলের উপর গিয়ে কড়াই পরিস্কার করছিল। এসময় স¤্রাট বাহিনীর লোকজন টিউবয়লের সামনে বেড়ার ফাঁক দিয়ে আমার স্ত্রীকে উদ্দ্যেশে করে গুলি করে। ঔই গুলি আমার স্ত্রীর ডান চোখে লেগে গুরুতর রক্তত্ব জখম হয়। ঘটনার পরপরই আহত অবস্থ্যায় তাকে উদ্বার করে প্রথমে পাংশা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তী করা হলে ও তার শারিরীক অবস্থ্যার অবনতি হলে উন্নন্ত চিকিৎসার জন্য পাংশা হাসপাতাল হতে ঔই রাতেই ঢাকার চুক্ষ হাসপাতালে তাকে রির্পাট করা হয়। তবে এব্যপার পাংশা থানার সাব-এন্সেফেকটর তরিকুল ইসলাম জানান ঘটনার পর পরই পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেই সাথে ২ জনকে উক্ত ঘটনার ব্যপারে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
এই বিভাগের আরও





আরও পড়ুন