সকলস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ
১৪ মার্চ ২০২৩, ০৫:১৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৮ পিএম

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, বিরানব্বই ভাগ মুসলমানের চিন্তা চেতনাকে জলাঞ্জলি দিয়ে সরকার দেশে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস প্রণয়ন করে ধর্মীয় সেন্টিমেন্টকে আঘাত করছে। দেশে হিন্দুত্ববাদী শিক্ষা চলতে দেয়া হবে না। চলমান ২০২৩ সালের সকল বই বাতিল করে শিক্ষার সকলস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। অন্যথায় ইসলামী জনতার রুদ্ররোষ সৃষ্টি হলে সরকারের আখের রক্ষা হবে না।
আজ মঙ্গলবার সকালে মুরাদনগর সদরস্থ ইস্টার্ণ প্লাজায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখা আয়োজিত দ্বি-বার্ষিক থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের মুরাদনগর উপজেলা সভাপতি এম.এম. মফিজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ হোসেন মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কুমিল্লা জেলা উত্তর সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়্যব, সেক্রেটারী মাওলানা নূর হুসাইন, মাওলানা আতহার নোমানী, মুরাদনগর উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ আবুল হোসেন আবু, আলহাজ আব্দুল করিম, যুবনেতা সাইফুল ইসলাম, মাওলানা শোয়াইব হোসেন।
সম্মেলন শেষে এমএম মফিজুল ইসলামকে সভাপতি এবং মোহাম্মদ হোসেন মোল্লাকে সেক্রেটারী ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলা এবং মাওলানা শোয়াইব আহমকে সভাপতি এবং মু. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ইসলামী যুব আন্দোলন মুরাদনগর উপজেলার জন্য ২০২৩-২৪ সেশনের কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, সরকারের বিগত বছরের সীমাহীন লুটপাট, দুর্নীতি, অর্থপাচারের কারণে দেশ আজ এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন। সরকারি হিসাবেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতোমধ্যে ৪০ বিলিয়ন ডলারের নিচে। ফলে অতি প্রয়োজনীয় পণ্য আমদানির জন্যও ঋণপত্র খুলতে পারছে না সরকার। জ্বালানির সঙ্কট মূলত সেখান থেকেই। এ কারণে বিদ্যুৎ উৎপাদনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। লোডশেডিংকে জাদুঘরে পাঠানোর ঘোষণা দিয়েছিল এই সরকার। আর এখন বিদ্যুৎ ব্যয়ে মিতব্যয়ী হওয়ার আহ্বান সরকার প্রধানের। শতভাগ বিদ্যুতায়নের ভেল্কিবাজি দেখিয়ে সরকার এখন সারাদেশে দিনে ১২ ঘণ্টাও বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এখন দেশের জ্বালানি নিয়ে শঙ্কিত। এমতাবস্থায় দেশের সর্বক্ষেত্রে আল্লাহভীরু নেতা নির্বাচিত করতে হবে। কেননা ইসলাম ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

৮ম দফা অবরোধে বগুড়ায় জামাতের বিক্ষোভ সমাবেশ

রিজার্ভ নেমেছে ১৫.৮২ বিলিয়ন ডলারে

বিএনপির অষ্টম দফার অবরোধ চলছে

ব্যর্থতা নিয়ে পদত্যাগ করছেন ইসরাইলি সামরিক গোয়েন্দা প্রধান

ইরানকে সুখোই-৩৫, এমআই-২৮ কপ্টার দিচ্ছে রাশিয়া, চাপে ইসরাইল

তিন মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে বার্সা

রোমাঞ্চকর প্রত্যাবর্তনে লাইপিজগকে হারাল সিটি

এমবাপের শেষ মিনিটের গোলে হার এড়িয়ে টিকে থাকল পিএসজি

ফেরার আগে অতিমানবীয় ইনিংসে দলকে সিরিজে টিকিয়ে রাখলেন ম্যাক্সওয়েল

আরও ১২ জনকে মুক্তি দিল হামাস, ফিলিস্তিনে ফিরল ৩০
ভারতকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

টাঙ্গাইলে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১

স্ত্রী-সন্তানকে দেখতে বাংলাদেশে মার্কিন নাগরিক

ভোলায় অবরোধ সমর্থন ও সফল করতে বিএনপির মশাল মিছিল।

বুধবার ছারছীনা দরবার শরীফের ১৩৩তম ঈছালে ছওয়াব মাহফিল শুরু

মানবাধিকার উৎসবে যাচ্ছে ইরানের ‘অ্যা চাইল্ডলেস ভিলেজ’

ইরানের ১০ বছরের মধ্যে গ্যাস মজুদ সর্বোচ্চ

দৌলতখানে প্রিন্সিপালের বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের অভিযোগ

নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে অনিয়ম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১