ধামরাইয়ে ধলেশ্বরী নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

Daily Inqilab ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা

১৪ মার্চ ২০২৩, ০৫:২০ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩, ০৯:০১ পিএম

ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় (৭০) বছরের অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

আজ মঙ্গলবার(১৪মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় এখনো পাওয় যায়নি। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।

স্থানীয় এলাকাবাসি বলেন, আজ দুপুরে এলাকার লোকজন ধলেশ্বরী নদীতে গোসল করতে গেলে কুচুরি পানার মধ্যে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে ধামরাই থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে ধামরাই থানা পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌছিয়ে ভাসমান লাশটি উদ্ধার করে।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শিমুল মোল্লা বলেন, লাশটি ময়না তদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।ময়না তদন্তের রির্পোট পাওয়ার পরে বলা যাবে এটি হত্যা করা হয়েছে নাকি পানিতে পড়ে মারা গেছে।

 


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন