জাবির বেগম খালেদা জিয়া হলের নতুন প্রভোস্ট নিয়োগ

Daily Inqilab জাবি সংবাদাদাতা

১৪ মার্চ ২০২৩, ০৬:২৩ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ১১:২০ এএম

জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে বেগম খালেদা জিয়া হলের নতুন প্রভোস্ট হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শারমীন সুলতানাকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৪ ই মার্চ) বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক তাহমিনা আক্তারকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শারমীন সুলতানাকে যোগদানের তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত হলের প্রভোস্ট নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন