শৈলকুপায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

Daily Inqilab যশোর ব্যুরো

১৪ মার্চ ২০২৩, ০৭:১৫ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৮:০৪ এএম

ঝিনাইদহে যৌতুক না পেয়ে স্ত্রীকে শ^াসরোধ করে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ ডিসেম্বর শৈলকুপার উপজেলার দেবীনগর গ্রামের আব্দুল হালিম যৌতুক না পেয়ে স্ত্রী ববিতাকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশের মেহগনি বাগানে ফেলে রাখে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় ববিতা খাতুনের মা সালেহা বাদী হয়ে পরদিন শৈলকুপা থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে, ২০১৪ সালের ২৬ মে স্বামী আব্দুল হালিমকে অভিযুক্ত করে দালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘবিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত আসামীকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন। সেই সাথে ১ লাখ টাকা অর্থদন্ডেও দন্ডিত করা হয়। আসামী পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন