গুচ্ছ থেকে বের হলেজবাবদিহি করতে হবে জবিকে : ইউজিসি
১৫ মার্চ ২০২৩, ০৭:১৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৪ পিএম
গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বের হয়ে গেলে তাদের জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর।
তিনি বলেছেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে জগন্নাথ ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। এখন যদি তারা বের হয়ে যেতে চায় তার সু-স্পষ্ট কারণ ব্যাখ্যা করতে হবে।
বুধবার (১৫ মার্চ) আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমন্বিত ২২ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্ত নিয়েছে জবি। এ সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
প্রফেসর আলমগীর বলেন, জবিকে দাওয়াত দিয়ে গুচ্ছে আনা হয়নি। তারা স্ব-উদ্যোগে এসেছে। গত দুইটি ভর্তি পরীক্ষায় এ বিশ্ববিদ্যালয়টি সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছে। এখন নিজেরাই সিদ্ধান্ত নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যেতে চায়। কেন যেতে চায় তার সু-স্পষ্ট কারণ ব্যাখ্যা করতে হবে। গত মাসেও শিক্ষামন্ত্রীর নেতৃত্বে এ সংক্রান্ত ভিসিদের নিয়ে বৈঠক হয়েছে। তারা সেখানে বের হয়ে যাওয়ার কোনো ইঙ্গিত দেয়নি।
জবি বের হয়ে গেলে গুচ্ছ পদ্ধতিতে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, তারা বের হয়ে গেলে সার্বিকভাবে কোনো প্রভাব পড়বে না। এরপরও তারা এ পদ্ধতির লিডিং পজিশনে ছিল। এতে ছোট বিশ্ববিদ্যালয়গুলো সন্দেহের মধ্যে থাকবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীর আর্থিক সাশ্রয়, ভর্তি পরীক্ষার ভোগান্তি কমানোসহ প্রক্রিয়াকে সহজ করার জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির নির্দেশনা ছিল। এরপর ২০২০ শিক্ষাবর্ষ থেকে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য জিএসটি সিস্টেমে ভর্তি পরীক্ষা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। এ পদ্ধতিতে দুটি ভর্তি প্রক্রিয়ায় নানা জটিলতা তৈরি হয়।
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর অভিযোগ, গুচ্ছের গ্যাড়াকলে আগের বছরের ভর্তি প্রক্রিয়া এখনো শেষ করতে পারেনি বেশিরভাগ বিশ্ববিদ্যালয়। মাইগ্রেশন চালু থাকায় আজও পূরণ হয়নি আসন। বারবার ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থী না পেয়ে শেষ পর্যন্ত গণবিজ্ঞপ্তি দিয়েও সব আসন পূরণ করা যায়নি। অন্যদিকে ফাঁকা আসন পূরণ করতে গিয়ে ন্যূনতম পাসধারী শিক্ষার্থীদের ডাকা হচ্ছে।
এ অবস্থায় এ পদ্ধতিতে থেকে বের হয়ে যাওয়ার দাবি তুলেছে জবি শিক্ষক সমিতি। তারা আগের মত নিজেদের মতো করে আলাদা ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার দাবি তোলেন। এরই পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) অ্যাকাডেমিক কাউন্সিলে গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত এলো। তবে কাউন্সিলের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ পর্ষদ সিন্ডিকেট সভায় পাস না হওয়া পর্যন্ত চূড়ান্ত বলা যাবে না।
এ বিষয়ে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আইনুল ইসলাম বলেন, আজকের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে গুচ্ছে থাকছে না জবি। উপাচার্য চেয়েছেন বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। অ্যাকাডেমি কাউন্সিলে ৬৮ জন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫০ জন সদস্য। তাদের মধ্যে গুচ্ছের বিপক্ষে ৩৫ জন ও পক্ষে ছিলেন দু’জন সদস্য। বাকি ১৩ জন সদস্য গুচ্ছে থাকা না থাকার বিষয়ে কোনো মতামত দেননিI
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
নীতিশ-রিঙ্কুর ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ভারত
প্রাথমিক শিক্ষায় গণঅধিকার পরিষদের ৯ দফা পেশ
৪৬ বলে ১০০ রানের জুটি
নীতিশ ঝড় থামালেন মুস্তাফিজ
প্রশ্ন: ইসলামে ধৈর্যের প্রতিদান কি?
বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত
না.গঞ্জে সারজিস, জেলা সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা
আল- কুরআন : তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন সমাজকর্মী নাসির উদ্দীন মুনসি
ইসলামে বন্যার্তদের পাশে দাঁড়ানোর গুরুত্ব ও ফজিলত
বৈষম্যহীন সমাজ বিনির্মাণে মহানবী মুহাম্মদ (সা.)
গৌরীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এনবিআর সংস্কারে পাঁচ সদস্যের পরামর্শক কমিটি গঠন
সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বাফুফে নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে ইমরুল
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল
ইসরাইলকে সতর্ক করল ইরান
হত্যাকাণ্ডের ৫০ বছর পর শাস্তি
ফ্রান্স থেকে বের করে দেয়া হলো লাদেনপুত্রকে
চীনের আকাশে AI-বিপ্লব,স্যাটেলাইটে মাইলফলক