ডোমারে অগ্নিকান্ডে এক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

Daily Inqilab ডোমার (নীলফামারী) সংবাদদাতাঃ

১৫ মার্চ ২০২৩, ০৭:২৬ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০৭:০৭ পিএম

নীলফামারী জেলার ডোমারে এক ভয়াবহ অগ্নিকান্ডে একটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোররাতে উপজেলার ডোমার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড খামাতপাড়া গ্রামের মফিজউল্লাহর ছেলে মোঃ ফয়েজউদ্দিনের বাসায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

অগ্নিকান্ডে পরিবারের ৪টি ঘড় ৪টি গরুসহ ধান,চাল ও নগদটাকা পুড়ে গেছে। এ সময় গরু বাঁচাতে গোয়ালঘর থেকে গরু বের করার সময় মাথায় ও হাতে আগুন পড়ে আহত হয়েছেন বাড়ীর মালিক ফয়েজ উদ্দিন। তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে প্রায় ১০ লক্ষটাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলে গোলাপ হোসেন জানান, বুধবার ভোরে গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহুর্ত্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পরে। এ সময় গোয়ালঘড়ে থাকা ৪টি বিদেশী জাতের গরু আগুনে পুড়ে মারা যায়। আগুনে বাড়ীর ৪টি ঘড়ের মধ্যে থাকা আসবাব পত্র,নগদ টাকা,ধান,চালসহ সব মালামাল পুড়ে যায়। এ সময় আমার বাবা গরু বাঁচাতে গোয়াল ঘড়ে ঢুকলে মাথায় ও হাতে আগুন পড়ে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আসে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল,নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
ডোমার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সায়েদ মোহাম্মদ ইমরান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন