চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের এওয়ার্ড অর্জন

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

১৫ মার্চ ২০২৩, ০৮:০৪ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৯:২৯ পিএম

কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে স্বাস্থ্যমন্ত্রী কতৃক এওয়ার্ড পেল চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল (সিআইএমসিএইচ)। কোভিড চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ স্মারক তুলে দেন স্বাস্থ্য মন্ত্রী জনাব জাহিদ মালেক। সোমবার বাংলাদেশ বেসরকারী মেডিকেল কলেজ এসোসিয়েশন কতৃক সোনারগাঁ হোটেলের ওয়েসিস হলে অনুষ্ঠিত কোভিড চিকিৎসায় বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালের উল্লেখযোগ্য ভূমিকার জন্য তিনি এ পুরস্কার তুলে দেন।
মন্ত্রী তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিংশ শতাব্দীর ভয়াবহ মহামারী কোভিড-১৯ মোকাবেলায় অত্যন্ত সফল ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। যার ফলশ্রুতিতে কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্বে ৫ম স্থানে অবস্থান করছে। সফল কোভিড ভ্যাকসিনেশনে বাংলাদেশ এশিয়ায় তৃতীয় স্থানে অবস্থান করছে। সরকারী হাসপাতালের পাশাপাশি বাংলাদেশে মহামারীর শুরু থেকেই বেসরকারী মেডিকেল কলেজ করোনা চিকিৎসায় যে ভূমিকা রাখেন মন্ত্রী তার ভূঁয়সী প্রসংশা করেন।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল (সিআইএমসিএইচ) এর পক্ষে মন্ত্রীর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন পরিচালনা কমিটির সেক্রেটারী অধ্যাপক ডা. মো: মুসলিম উদ্দিন সবুজ। এতে আরো উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক মো. নুরুন্নবী ও উপ-পরিচালক (প্রসাশন) মো. ইসমাইল।
উল্লেখ্য বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর শুরু থেকেই আক্রান্ত ও সন্ধিগ্ধ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিল এ হাসপাতাল। ৫০০ বেডের এ হাসপাতালে শুরুতে করোনা রোগীদের জন্য ডেডিকেটেড ইউনিটের মাধ্যমে চিকিৎসা সেবা শুরু করে। অক্সিজেন প্লান্ট, বায়-প্যাপ মেশিন, অক্সিজেন কনসেন্ট্রেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা (এইচএফএনসি) ও চিকিৎসক, নার্স ও সাপোর্টিং স্টাফের সমন্বয়ে একটি ডেডিকেটেড টিমের মাধ্যমে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়েছে সিআইএমসিএইচ। 


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন